সাহস - একটি কবিতা। Courage - A Poem
সাহস মনে সাহস, বুকে বল হারিস না তুই, চল রে চল, বুকে ধর অদম্য সাহসের জোয়ার এরই দ্বারা তুই হবি পার, তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস না হারার আগেই হেরে যাস না! ভয়কে অত ভয় পাস না একে তুই গুরুত্ব দিস না, মহান কাজ করতে গেলে ভয়কে দে তুই ছুড়ে ফেলে! দেখ সেই সফল ব্যক্তিদের ভয় পেলে, হতো কি তাদের! তারা হতে পেরেছে মহান কারণ তারা ধরেছিল, ভয়ের কান! তুইও এবার ভেবেনে কি হতে চাস জীবনে, সবকিছুই সম্ভব, অসম্ভব কিছুই নয় শুধু ছুঁড়ে ফেল, মনের সব ভয়! সাহসী যদি হতে পারিস তবেই তুই, কিছু করার স্বপ্ন দেখিস! পরুণ পরবর্তী কবিতা (দূর্গা পূজো) পরুণ পূর্ববর্তী কবিতা (শরীর চর্চা) My Utube Channel My Facebook Page Twitter Explurger LinkedIn Pinterest Instagram