Posts

সাহস - একটি কবিতা। Courage - A Poem

Image
সাহস  মনে সাহস, বুকে বল  হারিস না তুই, চল রে চল,  বুকে ধর অদম্য সাহসের জোয়ার  এরই দ্বারা তুই হবি পার, তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস না হারার আগেই হেরে যাস না! ভয়কে অত ভয় পাস না  একে তুই গুরুত্ব দিস না,  মহান কাজ করতে গেলে  ভয়কে দে তুই ছুড়ে ফেলে! দেখ সেই সফল ব্যক্তিদের ভয় পেলে, হতো কি তাদের!  তারা হতে পেরেছে মহান  কারণ তারা ধরেছিল, ভয়ের কান! তুইও এবার ভেবেনে  কি হতে চাস জীবনে,  সবকিছুই সম্ভব, অসম্ভব কিছুই নয়  শুধু ছুঁড়ে ফেল, মনের সব ভয়!  সাহসী যদি হতে পারিস  তবেই তুই, কিছু করার স্বপ্ন দেখিস! পরুণ পরবর্তী কবিতা (দূর্গা পূজো) পরুণ পূর্ববর্তী কবিতা (শরীর চর্চা) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

सफलता कि चाबी - एक शायरी। Key To Success - A Shayeri

Image
  शर दुख रहा है, दिल ज्वल रहा है, दिमाग काम नहीं करता?  यह तो है कमजोरोंका बाहाना,  अगर तू बनना चाहतेहो कुछ जिंदगी में  तुम्हें लगन और मेहनत कोही है धर्म बनाना। परिये अगले शायरी   परिये पिछले शायरी  My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

শরীর চর্চা - একটি কবিতা। Physical Exercise - A Poem

Image
 শরীর চর্চা এই আমার জীবন  ঠিক করলাম,  চালিয়ে যাব আজীবন  ঝেড়ে ফেলে সব ভয়-সংশয়  এবার এসেছে ভাবার সময়,  থাকতেই হবে হেলদি ও ফিট  তবেই হবে সব সুপারহিট! জীবন মানেই চলতে থাকো  সুস্থ্য-সবল শরীর গড়ো, এরই দ্বারা সব কঠিন কাজ  করে নেবো আমি বাজিমাত,  তবে, ভয় রাখবোনা একটুও মনে  কারণ, এই কথাটি সবাই জানে, কোন মহান কাজই হয় না, ভয়ের ফলে! আজ মন করলাম শক্ত  রাখবো হিমালয়ের মত আত্মবিশ্বাস,  সবকিছুই আমার হবে প্রাপ্য,  এই আমার দৃঢ় বিশ্বাস! পরুণ পরবর্তী কবিতা (সাহস) পরুণ পূর্ববর্তী কবিতা (বিশ্বাস) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

বিশ্বাস - একটি কবিতা। Trust - A Poem

Image
 বিশ্বাস ভালো মানুষ মাত্রই  মনে অগাধ বিশ্বাস, এই বিশ্বাসেই ভোর করে সে এগোয়  এভাবেই তার জীবন এগিয়ে যায়!  স্বার্থবোধ তার থাকে না,  কাউকেই সে অবিশ্বাস করে না,  সহজ সরল মনে বিশ্বাস নিয়ে সে চলে  এভাবেই সে সকলকে আপন করে! কিন্তু যখন বিশ্বাস ভাঙ্গে  মনে প্রবল ব্যাথা লাগে,  তখন মানুষ মস্তিষ্কের কথা শুনে,  বাস্তবতাকে সে নতুন ভাবে জানে  পাল্টে যায় তার কাছে জীবনের মানে! আমিও এই বিশ্বাসে ভোর করে এগোতে চেয়েছিলাম,  সহজ সরলভাবে বাঁচতে চেয়েছিলাম,  আজ বিশ্বাস ভাঙ্গায় খুব ব্যথা পেলাম  তাই জীবনে চলার নতুন পথ বেছে নিলাম! হৃদয় দিয়ে আর কোন কাজ করবো না  আর কাউকে কখনো বিশ্বাস করবো না!  মস্তিষ্কের কথায় হবে শেষ কথা,  কখনো এর হবেনা অন্যথা! পরুণ পরবর্তী কবিতা (শরীর চর্চা) পরুণ পূর্ববর্তী কবিতা (ভগবান)

सहनशीलता - एक शायरी। Endurance - A Shayeri

Image
  सहन नहीं होता?  पर सहानाहै तुझे,  आगे चलकर कुछ बनना है तुझे  वह मौकाम तुझे जरुर मिलेगा  पर आज तुझे सहना पड़ेगा! परिये अगले शायरी   परिये पिछले शायरी 

ভগবান - একটি কবিতা। God - A Poem

Image
 ভগবান ভগবান তোমাদের তো অনেক শক্তি,  তোমাদের প্রতি আমার অগাধ ভক্তি!  তবুও কেনো আমার এই অবস্থা?  ভগবান এবার করো কোন ব্যবস্থা!  জীবন যেন আমার বৃথা না যায়,  আমার লক্ষ্য যেন অর্জিত হই! আমি যে স্থির থাকতে পারছি না  যা হতে চাই, তা হতেও পারছি না!  প্রত্যেকেরই জন্মের তো একটি লক্ষ্য থাকে  আমার যে কি আছে?  ভেবেছিলাম কিছু মহৎ করবো,  সকলের মুখে হাসি ফোটাবো! মাথা আমার উঠছে ধরে  শরীর আমার দুর্বল হচ্ছে,  ব্যায়াম আমি পারছি না করতে  ভয় আমায় গ্রাস করেছে,  এবার একটি উপায় করো  তোমরা একটি রাস্তা বের করো! পরুণ পরবর্তী কবিতা(বিশ্বাস) পরুণ পূর্ববর্তী কবিতা (আমাকে বলছি) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

আমাকে বলছি - একটি কবিতা। To Myself - A Poem

Image
 আমাকে বলছি তুই থামিস না  তুই পড়ে যা,  তুই হারিস না  তুই লড়াই করে যা! গতিই তোর জীবন  শক্ত কর তোর মন,  পথ হোক যতই কঠিন,  ছবি তুই একদিন! লড়াইয়ের মধ্যেই আছে, অনাবিল আনন্দ  এতেই তো আছে প্রকৃত জীবনের ছন্দ,  এরই কথা বলেছেন নেতাজি থেকে বিবেকানন্দ, তাই সময় যতই হোক মন্দ  চালিয়ে যা তোর দ্বন্দ্ব,  তুই অবশ্যই পাবি সেই আনন্দ  যা বদলে দেবে তোর জীবনের ছন্দ! যদি চাস সেখানে পৌঁছাতে  কষ্ট তোকে করতেই হবে যে,  এটাই তো পৌঁছানোর একমাত্র পথ,  তাই তুই আজ কর শপথ  না পৌঁছে তুই থামবি না, কখনই তুই হারবি না! পরুণ পরবর্তী কবিতা (ভগবান) পরুণ পূর্ববর্তী কবিতা (শিক্ষক দিবস) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram