পরীক্ষার নম্বর - কবিতা। Marks in Exam - Poem
পরীক্ষার নম্বর দশের মধ্যে আড়াই কোথায় গেল আমার বড়াই! ভালো নম্বর পাব বলেছিলাম, সব প্রশ্নের উত্তর যে আমি লিখেছিলাম। কিন্তু এত কম নম্বর কিভাবে হল ম্যাম, এবার যে আমার মুখ গেলো। মাথায় কিছুই ঢুকলো না কেন এত কম নম্বর হলো। প্রশ্নগুলোতো সহজ ছিল ভেবেছিলাম, ভালোভাবেই সব হয়ে গেলো, কিন্তু এত কম নম্বর যে খাতা নিয়ে এলো, কোথায় ভুল আমার ছিল? খাতায় দেখি, আরে কি! উত্তরগুলোতে, প্রশ্ন চিহ্ন আর কাটাকাটি! মন বললো হচ্ছেটা কি, এমন ভাবে খাতা কাটে নাকি! শেষে যুক্তি বললো এমনই হবে বাবু, ভালোভাবে না পড়লে খেতে হবেই হাবুডুবু। পরুণ পরবর্তী কবিতা (মনোবল) পরুণ পূর্ববর্তী কবিতা (হঠাৎ)