Posts

Showing posts with the label Bengali Poetry

বিশ্বাস - একটি কবিতা। Trust - A Poem

Image
 বিশ্বাস ভালো মানুষ মাত্রই  মনে অগাধ বিশ্বাস, এই বিশ্বাসেই ভোর করে সে এগোয়  এভাবেই তার জীবন এগিয়ে যায়!  স্বার্থবোধ তার থাকে না,  কাউকেই সে অবিশ্বাস করে না,  সহজ সরল মনে বিশ্বাস নিয়ে সে চলে  এভাবেই সে সকলকে আপন করে! কিন্তু যখন বিশ্বাস ভাঙ্গে  মনে প্রবল ব্যাথা লাগে,  তখন মানুষ মস্তিষ্কের কথা শুনে,  বাস্তবতাকে সে নতুন ভাবে জানে  পাল্টে যায় তার কাছে জীবনের মানে! আমিও এই বিশ্বাসে ভোর করে এগোতে চেয়েছিলাম,  সহজ সরলভাবে বাঁচতে চেয়েছিলাম,  আজ বিশ্বাস ভাঙ্গায় খুব ব্যথা পেলাম  তাই জীবনে চলার নতুন পথ বেছে নিলাম! হৃদয় দিয়ে আর কোন কাজ করবো না  আর কাউকে কখনো বিশ্বাস করবো না!  মস্তিষ্কের কথায় হবে শেষ কথা,  কখনো এর হবেনা অন্যথা! পরুণ পরবর্তী কবিতা (শরীর চর্চা) পরুণ পূর্ববর্তী কবিতা (ভগবান)

ভগবান - একটি কবিতা। God - A Poem

Image
 ভগবান ভগবান তোমাদের তো অনেক শক্তি,  তোমাদের প্রতি আমার অগাধ ভক্তি!  তবুও কেনো আমার এই অবস্থা?  ভগবান এবার করো কোন ব্যবস্থা!  জীবন যেন আমার বৃথা না যায়,  আমার লক্ষ্য যেন অর্জিত হই! আমি যে স্থির থাকতে পারছি না  যা হতে চাই, তা হতেও পারছি না!  প্রত্যেকেরই জন্মের তো একটি লক্ষ্য থাকে  আমার যে কি আছে?  ভেবেছিলাম কিছু মহৎ করবো,  সকলের মুখে হাসি ফোটাবো! মাথা আমার উঠছে ধরে  শরীর আমার দুর্বল হচ্ছে,  ব্যায়াম আমি পারছি না করতে  ভয় আমায় গ্রাস করেছে,  এবার একটি উপায় করো  তোমরা একটি রাস্তা বের করো! পরুণ পরবর্তী কবিতা(বিশ্বাস) পরুণ পূর্ববর্তী কবিতা (আমাকে বলছি) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

আমাকে বলছি - একটি কবিতা। To Myself - A Poem

Image
 আমাকে বলছি তুই থামিস না  তুই পড়ে যা,  তুই হারিস না  তুই লড়াই করে যা! গতিই তোর জীবন  শক্ত কর তোর মন,  পথ হোক যতই কঠিন,  ছবি তুই একদিন! লড়াইয়ের মধ্যেই আছে, অনাবিল আনন্দ  এতেই তো আছে প্রকৃত জীবনের ছন্দ,  এরই কথা বলেছেন নেতাজি থেকে বিবেকানন্দ, তাই সময় যতই হোক মন্দ  চালিয়ে যা তোর দ্বন্দ্ব,  তুই অবশ্যই পাবি সেই আনন্দ  যা বদলে দেবে তোর জীবনের ছন্দ! যদি চাস সেখানে পৌঁছাতে  কষ্ট তোকে করতেই হবে যে,  এটাই তো পৌঁছানোর একমাত্র পথ,  তাই তুই আজ কর শপথ  না পৌঁছে তুই থামবি না, কখনই তুই হারবি না! পরুণ পরবর্তী কবিতা (ভগবান) পরুণ পূর্ববর্তী কবিতা (শিক্ষক দিবস) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

শিক্ষক দিবস - একটি কবিতা। Teacher's Day - A Poem

Image
 শিক্ষক দিবস আজ শিক্ষকগণের সম্মানে দিবস  যাদের জন্য ধরেছি কান  করেছি উঠ-বস্,  তবু বদ-বুদ্ধি মানেনি হার  আজ শিক্ষক দিবস! মনে পড়ে যায় পুরনো স্মৃতি  আমার সেই প্রিয় শিক্ষকটি,  একটি নয় বেশ কয়েকটি!  তাদের সহজ, সরল, মহৎ মনোভাব  বদলে ফেলেছে আমার স্বভাব, চেয়েছি সর্বদা তাদের মতো হতে  জানিনা পেরেছি, কতটুকু তা করতে! আজকের দিনটি আমার কাছে খুবই আনন্দের  আমিও যে শিক্ষক,  আমারও জন্য আছে, একটি দিন বছরের!  যদিও বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তা হওয়ার  কিন্তু ভগবানের ইচ্ছে পারবে পাল্টাতে এমন কোন্ জন আছে পৃথিবীতে!  তবে, দিনটি শ্রদ্ধার উদ্যোগ করে আমার মধ্যে  সেই শিক্ষকগণের প্রতি,  যারা না থাকলে কবেই হয়ে যেত  আমার জীবনের ইতি! পরুণ পরবর্তী কবিতা ( আমাকে বলছি) পরুণ পূর্ববর্তী কবিতা (পরীক্ষা গুল)

পরীক্ষা গুল - একটি কবিতা। Exam Blunder - A Poem

Image
 পরীক্ষা গুল পরীক্ষা দিতে যাওয়ার সময়  মাথার উপরটা আমার জমে যায়,  কেন্দ্রীয় পৌঁছে চমকে উঠি,  আরে একি!  সাথে তো আমি বই নেইনি!  পরীক্ষা যখন শুরু হল  সময় যেন ছুটে চলল,  বুলেট ট্রেনের মতো তার গতি,  তার সাথে ব্যথা আমার মাথাটি,  ভাবতে তো কিছু আমি পারলাম না  ১০ নম্বরের উত্তরটি লেখার সময় পারলাম না!  আসার সময় মাথার ১টা বাজলো  বারোটা তো আগেই বেজেছিল!  চকলেট খেলাম, ডান্ডা তেল লাগালাম, চুলও কাটালাম,  কিন্তু কোথায় আরাম পেলাম! এতো করেও যখন পেলামনা সুফল  মন বলল, এবার ঘুমাই চল! শুয়ে উঠেও একই অবস্থা  ভাবি এবার,  কেমন করে হবে ভালো আমার পরীক্ষা! পরুণ পরবর্তী কবিতা (শিক্ষক দিবস) পরুণ পূর্ববর্তী কবিতা (বিবাহ)

বিবাহ - একটি কবিতা। Marriage - A Poem

Image
 বিবাহ নামটি তিন অক্ষরের  কিন্তু দেখিয়ে দেয় ত্রিকুল,  এর প্যাঁচে পরলেই  মন করে আকুল-ব্যাকুল!  লাগেনা ভালো কোন কিছুতেই  হয়না পড়াশোনা,  করো চেষ্টা তুমি যতই  মাথাই তো কিছুই  ঢুকবেনা! করেছে সে কুপোকাত  কত শত মহাবীরকে,  এর থাবা থেকে বাঁচতে পেরেছে  এমন খুব কম মানুষ পৃথিবীতে আছে!  এর থাবাতে মনের মধ্যে   শুরু হয় কত আন্দোলন,  তার ফলে পাল্টে যায়  মানুষের স্বাভাবিক ছল-চলন! এবার সে করেছে কাত  বসিয়েছে যে থাবা আমার উপরে,  দেখা যাক সে এবার  আমার কি অবস্থা করে ছাড়ে!  ছিলাম আমি শান্ত-শিষ্ট  পড়াশোনায় ছিলাম একনিষ্ঠ,  এবার আমার মাথা ঘুরেছে  পড়াশোনা আমার লাটে উঠেছে!   পরুণ পরবর্তী কবিতা ( পরীক্ষা গুল ) পরুণ পূর্ববর্তী কবিতা (প্রাকটিক্যাল পরীক্ষা)

প্রাকটিক্যাল পরীক্ষা - একটি কবিতা। Practical Examination - A Poem

Image
 প্রাকটিক্যাল পরীক্ষা কলেজের প্র্যাকটিকাল এক্সাম  সবার যেন ঝরছে কালঘাম, সিলেবাস, কলম, পেন্সিল, খাতা  এগুলোইতো এখন সবার ত্রাতা!  তার উপর আশঙ্কা ধরবে কি?  মনে হচ্ছে, পরীক্ষা শেষ হলেই বাঁচি! টেস্ট থেকে শুরু হয়েছে হেভি প্রেসার  কলেজ যেন আমাদের, প্রেসার কুকার! আমরা কি তবে চাল, ডাল, মশলাপাতি?  তারা কি তবে রাধছে খিচুড়ি?  কলেজ জীবন কি তবে প্রেসার-এ যাবে  বলতে পারো, এবার আমাদের কি হবে! তবে আমরাও কম কিসে আছি  যতই প্রেসার বাড়াক,  চলবে আমাদের ইয়ার্কি, ফাজলামি,‌মজা, হাঁসি!  এতদিনতো কাটিয়ে দিলাম এভাবেই  বাকি সময়ও আমাদের সবার ভালোভাবে কাটবেই! পরুণ পরবর্তী কবিতা (বিবাহ) পরুণ পূর্ববর্তী কবিতা (ঘুম)

ঘুম - একটি কবিতা। Slumber - A Poem

Image
 ঘুম ঘুম এমন একটি জিনিস  যার আছে অনেক রং- তা জানিস! কখনো আসে সব সময়  পায়না খুজে আমি পড়ার সময়,  আবার কখনো দেখা নেয়  বিছানাতে আমি রাত, জেগে কাটায়!  এই যে কষ্টের ব্যাপার  না ভুগলে, যো নেই বোঝার! আসে সে নিজের ইচ্ছেতে,  নিয়ন্ত্রণ করবে তাকে  এমন জোর আছে কার শক্তিতে!  সেজে শক্তিশালী এক বিরল পাখি  তাকে জিজ্ঞেস করো  যে কাটায় জেগে জেগে রাতি!  তার আশাতেই আমি জেগে আছি  জানিনা, কখন আসবে সে পাখি! আজ সে একটু দেরি করছে,  অনেক দূরে সে সেকি উরে গেছে?  আনন্দে সেকি হয়েছে বিভোর? আস্তে কি তার হয়ে যাবে ভোর?  তাড়াতাড়ি এসো ভাই  জেগে যদি রাত কাটায়,  আগামীকাল যে অনেক কাজ  করব কিভাবে?  যদি না ঘুমায় আজ? পরুণ পরবর্তী কবিতা (প্রাকটিক্যাল পরীক্ষা) পরুণ পূর্ববর্তী কবিতা (মাতৃভাষা)

মাতৃভাষা - একটি কবিতা। Mother Tongue - A Poem

Image
মাতৃভাষা (কোন ভাষাকে ছোট করার উদ্দেশ্যে নয়) অনেক ঘুরে ফিরে এবার  সময় এসেছে বুঝে যাবার,  মাতৃভাষায় শ্রেষ্ঠ ভাষা  এখানে সবকিছুই মাজা-ঘষা!  ইংরেজি ভাষায় পেছনে ছুটে  নষ্ট করেছি সময় অনেক খেটে!  এবার সঠিক সময় এসেছে  মাতৃভাষার গুরুত্ব মাথায় ঢুকেছে! হয়েছিলাম আমি মাইকেল মধুসূদন  মনে হয়েছিল,  ইংরেজি ভাষায় শ্রেষ্ঠ ধন! তার পিছু নিয়ে বিলিতি হয়েছিলাম  কিন্তু, এবার আমি বুঝতে পেলাম,  হোক্ না সে ভাষা আন্তর্জাতিক,  ছড়িয়ে থাকুক না তা বিশ্বের চারিদিক,  মাতৃভাষা যে অমূল্য রতন  এই ভাষাতেই পাওয়া যায় শ্রেষ্ঠ ধন! জন্মের পর প্রথম যে ভাষা শিখেছিলাম  সেই ভাষাকেই আমি অবজ্ঞা করেছিলাম, ভেবেই আমি করি অনুতাপ  করে ফেলেছি,  কি সাংঘাতিক মহাপাপ!  এবার এসেছে সময় প্রায়শ্চিত্ত করার  মাতৃভাষাকেই আবার জীবনের শক্তি করার! পরুণ পরবর্তী কবিতা (ঘুম) পরুণ পূর্ববর্তী কবিতা (কলেজে পরীক্ষা)

কলেজে পরীক্ষা - একটি কবিতা। Exam in College - A Poem

Image
 কলেজে পরীক্ষা শুরু হবে কলেজে টেস্ট  তাই হারিয়ে গেছে ট্রেনিদের রেস্ট  মজা করে কাটছিল দিনগুলো,  কোথায় সে দিন হারিয়ে গেল!  ছিলাম আমরা আনন্দে মাতোয়ারা  পরীক্ষার সূচি পেয়ে, এখন আমরা দিশেহারা! এখন আমরা বই নিয়ে ব্যস্ত  বন্ধ হয়েছে,  হোয়াটসঅ্যাপ, ফেসবুক- সমস্ত,  দিনরাত পড়া পড়া   পড়া ছাড়া কিছু যাবে না করা! এমন যদি আগে হতাম  এখন কি আর,  দু চোখে সর্ষের ফুল দেখতাম! আচ্ছা, টেস্ট যদি নাইবা হতো  ফাইনালে তবে কি হতো,  তোমরা কি একবার ভেবে দেখেছো!  ফাইনাল এর আগে সময় পেলে  বইগুলো সব, খেয়ে ফেলো গিলে, পরীক্ষার খাতায় সব দিও ঢেলে  তবে দেখবে,  সকলেই ভালো নম্বর পাবে! পরুণ পরবর্তী কবিতা (মাতৃভাষা) পরুণ পূর্ববর্তী কবিতা (ডেঙ্গু)

ডেঙ্গু - একটি কবিতা। Dengue - A Poem

Image
 ডেঙ্গু মানুষ আজ ভীতিগ্রস্ত  কে করেছে তাদের এত ত্রস্ত,  কেনো তারা এত আশঙ্কাগ্রস্ত!  মানব সমাজ আজ যেন বিপর্যস্ত! চারিদিকে একটি শব্দ  'ডেঙ্গু'- সকলকে করেছে জব্দ  অসুস্থ মানুষ দেখলেই পরে  সকলেই ডেঙ্গুর কথা বলে!  এমনই এই দানব, প্রবল  বলতে পারেন,  কেমন করে করি একে অস্তাচল! নিয়েছে সেজে অনেক প্রাণ,  এছাড়াও অনেককে করেছে সে হয়রান!  চিন্তায় ফেলেছে সে আমাদের সকলকে  কেমন করে আটকানো যায়  'ডেঙ্গু' নামের এই অসুরকে!  নেয়কি কোন প্রতিশেধক টিকা  যাকে আমরা বলতে পারবো-  মা দূর্গা, মা দূর্গা! নেয়কি কোনো দেবতাসুলভ বিজ্ঞানী সমাজ  যারা এই দানব থেকে রক্ষা করবে, আমাদের আজ! পরুণ পরবর্তী কবিতা (কলেজে পরীক্ষা) পরুণ পূর্ববর্তী কবিতা (পড়াশোনা)

পড়াশোনা একটি কবিতা। Study - A Poem

Image
পড়াশোনা বইয়ের ফর্দ চাপিয়ে মাথায়  মন দিয়েছিলাম পড়াশোনায়,  লক্ষ্যে আমি আবার হয়েছিলাম অটল  সবকিছুই আবার তুললো পটল,  বই দেখলেই মাথা ধরে  পড়বো আমি বল কেমন করে! ভেবেছিলাম করবো পড়া  তাতেই হবে জাতির লাগাম ধরা,  সবই ছিল আমার আশা  ভেবে শুধু পাচ্ছিলাম হতাশা,  এখন সবকিছু বন্ধ করে  আমি বেড়াই ঘুরেফিরে,  এভাবেই আমার দিন কেটে যায়  পড়াশোনা আমার আর হবে না ভাই! বেশ কয়েকবার চেষ্টা করলাম  পড়াশোনায় মন বসালাম,  কিন্তু দুদিন পরেই বিকার উঠলো  যা পড়েছিলাম সব হারিয়ে গেলো!  এখন আমি শুন্য মাথায়  ভবঘুরের মতো জীবন কাটায়,  সত্যি বলছি একটু মিথ্যা বলছিনা,  পড়াশোনা আমার আর হবেনা! পরুণ পরবর্তী কবিতা (ডেঙ্গু) পরুণ পূর্ববর্তী কবিতা (প্র্যাকটিক্যাল পরীক্ষা)

প্র্যাকটিক্যাল পরীক্ষা - একটি কবিতা। Practical Examination - A Poem

Image
 প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল-এর পরীক্ষা  এরই মাঝে স্যারেরা আবদার,  লিখতে হবে একটি কবিতা! তবে, সাহায্য করেছেন ম্যাডাম  উনি বলেছেন, আমি নাকি লিখি ভালো ভালো কবিতা! স্যারকে লাগছে দেখতে ভালো  উনার কথায় আমার মনে  জ্বলছে আশার আলো!  উনার কথা মধুর মতন  দেখতেও উনি স্মার্ট জেন্টলম্যান,  মন থেকে বলছি স্যার, আপনি একজন গ্রেট ম্যান! এবার দেখার একটি বিষয়  প্র্যাকটিক্যালে আমার নম্বর  কেমন হয়!  স্যার কি বুঝতে পারবেন আমার পরিশ্রম! না, তিনি মূল্যায়ন করবেন অন্য রকম! স্যার, চাই না আমার বেশি নম্বর  আপনার কাছে একটি আবদার  শুধু আমাকে দেবেন পাশ নম্বর! পরুণ পরবর্তী কবিতা (পড়াশোনা) পরুণ পূর্ববর্তী কবিতা (মহরম)

মহরম - একটি কবিতা। Muharram - A Poem

Image
 মহরম মহরম, মহরম  বাজছে বাঁশি, বাজছে ঢোল  হরদম, হরদম, চলছে খুশির মহরম!  হচ্ছে কত দলের দেখা  এবার একটি কবিতা  তাদেরই জন্য লেখা।  তারাও তো আমাদেরই ভাই  তবে কেমনে তাদের ভুলে যাই?  এমন মানুষতো আমরা নই! প্রাণে অফুরন্ত উদ্যানের জোয়ার  হচ্ছে তারা গ্রাম থেকে গ্রামান্তর পার, দিচ্ছে সকলকে আনন্দের পরশ  নিচ্ছেনা বিশ্রাম, একটিও দিবস।  এইতো সময় ঐক্যবদ্ধ হওয়ার সকলের কাছে পৌঁছে যাওয়ার,  একটিই বার্তা দিচ্ছে সকলকে  আমরাও আছি, তোমাদের সাথে! এমন মনোভাবই থাকুক সকলের মনে  চেষ্টা করতেই হবে আমাদের মনে প্রাণে,  নয়তো কিছু স্বার্থান্বেষী মানুষ  বানিয়ে দেবে আমাদের অমানুষ!  চলো এবার সকলে করি শপথ  কোনো অবস্থাতেই,  আমরা নেবোনা অন্যায়ের পথ! পরুণ পরবর্তী কবিতা (প্র্যাকটিক্যাল পরীক্ষা) পরুণ পূর্ববর্তী কবিতা (প্রাক্তনীদের সমাবেশ)

প্রাক্তনীদের সমাবেশ - কবিতা। A Get Together of Alumni - Poem

Image
 প্রাক্তনীদের সমাবেশ আহা! বেশ বেশ বেশ! এইতো প্রাক্তনীদের সমাবেশ!  মনে হচ্ছে, যেন এক নতুন দেশ  সকলেই পড়েছে দারুন পোশাক  আহা! বেশ বেশ বেশ!  হয়েছে কলেজে প্রাক্তনীদের সমাবেশ! মন আমার পাখি হয়েছে,  কারন সে যে  বর্তমানে অতীতকে দেখতে পেয়েছে,  তাই সে অনাবিল আনন্দে মেতেছে!  নেই তার একটুও ক্লান্তি  সে ফিরে পেয়েছে সেই সব দিন  যা ছিল শুধুই স্মৃতি! এইতো সময় গল্প করার  আড্ডা মারার, মজা করার  জড়ো হয়েছে অতি যত  করে নাও মজা, মনের মতো  পুরনো মুখ আবার কবে  ভবিষ্যতে তোমরা দেখতে পাবে!  করে নাও মজা, এই তো সময়  এছাড়া জীবনে আর কিছু চাই! তাই একটুও সময় করোনা নষ্ট  মজা করে মনকে করো সন্তুষ্ট! পরুণ পরবর্তী কবিতা (মহরম) পরুণ পূর্ববর্তী কবিতা (বাস্তবিকতা)

বাস্তবিকতা - কবিতা। Reality - Poem

Image
  বাস্তবিকতা বাস্তবিকতা, ছাড়লে কেনো আমায় তুমি?  এখন কি করি আমি!  তোমায় ছাড়া জীবন হয়েছে দুঃখময়  কেমন করে তোমায় বোঝাই  সাথে যখন ছিলে তুমি,  জীবনে সুখী ছিলাম আমি!   এখন আমি মরছি জ্বালায়  বুঝতে পারছি না,  কেমন করে বোঝাই তোমায়! কল্পনার জগৎ বরোই নিষ্ঠুর  এখানে নেই কোন শান্তির দোস্তুর,  সবকিছুই কাল্পনিক এখানে  যতই এগিয়ে যাও, তারা সরবে পেছনে  তাদের নেই কোন দয়ামায়া;  নেই কোন সহানুভূতি;  কষ্ট দিয়ে তারা থাকে খুশি!  এমন জগতে কেই বা থাকতে চায়!  বাস্তবিকতা বলে দাও,  কেমনে আমি এর থেকে রক্ষে পায়! বুকে ছিল অদম্য জেদ  কিন্তু হৃদয় তাতে করেছে ছেদ,  উফ্! কেনো এই ভেদাভেদ এতই বা বিচ্ছেদ,  সরিয়ে দাও কল্পনার জগৎ,  যেমন এসেছিল তা হঠাৎ  বাস্তবতাতেই আমি থাকতে চাই,  এবার আপন করো, তুমি আমায়! পরুণ পরবর্তী কবিতা (প্রাক্তনীদের সমাবেশ) পরুণ পূর্ববর্তী কবিতা (ইঁদুর ভায়া)

ইঁদুর ভায়া - কবিতা। Brother Rat - Poem

Image
 ইঁদুর ভায়া বড্ড জ্বালায় ইঁদুরটি  থাকে না কেনো সে করে চুপটি, আসছে না যে আমার ঘুমটি  এমন করেই কি কাটবে রাত্রিটি,  উফ্! বড্ড জ্বালায় ইঁদুরটি! এমনিতে তো বিদ্যুৎ নেয়  তার উপরে মশা কামড়ায়,  ইঁদুর ভায়া শান্ত না থাকলে  বলতে পারো, কেমন করে আমি ঘুমোই! উফ্! বড্ড জ্বালায় ইঁদুর ভায়। আজ কি তার মনে পরেছে আমাদের কথা?  তাই কি সে দিয়েছে দেখা?  কিন্তু, দেখতে যখন গেলাম  তার দেখা কোথায় পেলাম!  লুকোচুরি খেলছে কি সে!  কিন্তু, এখন খেলার সময় নয় যে!  বুঝতে সে নিশ্চয়ই পারছে না  নয়তো, এমন দুষ্টুমি সে কখনো করতোনা। ইঁদুর ভায়া এবার শোনো,  এমন শয়তানি করছো কেনো!  গনেশদাকে কি বলতে হবে,  সে কিন্তু তোমায় অনেক ঠেঙ্গাবে,  চুপটি করে থাকো এবার  সময় হয়েছে আমার ঘুমোবার! পরুণ পরবর্তী কবিতা (বাস্তবিকতা) পরুণ পূর্ববর্তী কবিতা (আত্মকথা)

আত্মকথা - কবিতা । Inner Voice - Poem

Image
 আত্মকথা নই আমি কবি  তবু কবিতা লিখে যাই,  এভাবেই যে আমি  মনে মনে আনন্দ পাই!  ছিলাম আমি বাস্তবিক  হৃদয় ছিল না আশা,  যুক্তি ছিল আমার নীতি  তাতেই ছিল আশা!  কিন্তু এখন দুটি আশা মিলে গেছে  মন যে আমার  হতবম্ব হয়েছে,  লক্ষ দূরে সরে গেছে  এ আমার কি হয়েছে?  কিন্তু ঈশ্বর বলে যদি কিছু থাকে,  বলছি আমি শোনো  লক্ষ্যে পৌঁছতে আমি পারবোনা কেন! পরুণ পরবর্তী কবিতা (ইঁদুর ভায়া) পরুণ পূর্ববর্তী কবিতা (নীলের ঘুম)

নীলের ঘুম কবিতা। Slumber of Neel - Poem

Image
 নীলের ঘুম ঘুম এসো তুমি!  কেনো করো এত দেরি? তোমার জন্য নীল জাগে,  তার জন্য আমার কষ্ট লাগে।  কেনো তুমি তাকে ভুলে যাও?  এবার তার পানে চাও। নেমে এসো তার চোখে  সে যেন আর কখনো  নিদ্রাহীনতায় না ভুগে। জেগেছে সে যে অনেক রাত,  পেয়েছে সে অনেক আঘাত,  তাকে আর কত কষ্ট দেবে?  কেনো তার থেকে মুখ ফেরাবে?  এসো ঘুম, এসো! নীলকে এবার ভালোবাসো  এখন থেকে সে যেন প্রতি রাতে,  ঘুমোতে পারে বিছানায় নিশ্চিন্তে! পরুণ পরবর্তী কবিতা (আত্মকথা) পরুণ পূর্ববর্তী কবিতা (নবীনবরণ)

নবীনবরণ - কবিতা। Freshers' Welcome

Image
 নবীনবরণ কলেজে হবে নবীণ বরণ  করবো মজা নতুন-পুরাতন, সকলে মিলে ধরবো গান  ভেবেই আনন্দিত আমার মনোপ্রান! কলেজে হবে নবীন বরণ! মন আমার হয়ে উঠেছে কবি  এঁকেছে সে যে কত ছবি!  কল্পনার রঙে রাঙিয়ে সেগুলো  যায় না কোথা থেকে পেল, সে রং এতগুলো!  বাঁধন ছাড়া হয়েছে সে যে  কারণ, নবীনবরণ কবে কলেজে! তবুও মনের মধ্যে আছে অনেক কনফিউশন,  কেমন হবে নবীনবরণ?  থাকবে কি অর্কেস্ট্রা? হবে কি ডিস্কো-ডান্স?  কারণ, সকলে মিলে নাচ করার  এটাই তো একটা দারুন চান্স! শিক্ষা জীবনেও কলেজে নবীনবরণ হয়েছিল  কিন্তু, তখন আমায় কেইবা বলেছিল? তাইতো এযে জীবনের প্রথম বরণ জানিনা, কি রকম হবে নবীনবরণ! তবে মজাতো হবে, এটার আছে গ্যারান্টি  কারণ ভর্তির সময় সেক্রেটারি স্যার দিয়েছিলেন প্রতিশ্রুতি  শুনেছি খুবই ভালো ওনার Taste,  সেক্রেটারি মহাশয়, এবার আপনার আমরা নেবো Test!  অনেক হলো, এবার শেষ করি  চলো সকলে মিলে নবীনবরণ উপভোগ করি! পরুণ পরবর্তী কবিতা (নীলের ঘুম) পরুণ পূর্ববর্তী কবিতা (মনোবল)