Posts

Showing posts with the label Bengali Poetry

পলিসি - একটি কবিতা। Policy - A Poem

Image
  পলিসি এ কথা তো সবাই বলে, ভবিষ্যতের কথা ভেবে ভয় পেলে  বর্তমান কিভাবে উপভোগ করবে?  কথাটি সত্য, কিন্তু কতজন মানে?  মানলে পরে  সকলে জীবন বীমা পলিসি কেন করে?  পলিশি বেশিরভাগ মানুষ ভয়ে নেয়  না জানি কখন কি হয়!  আমার পরে পরিবার ভালো থাকবে,  বলেছি কোম্পানিগুলো একেই অস্ত্র করে! সকলেই বলি, যত ঝুঁকি তত লাভ,  কষ্ট ছাড়া কেষ্ট মেলে না,  কিন্তু কাজ করার সময়  আদর্শবানী কোথায় যেন হারিয়ে যায়!  একবার খোঁজ নিয়ে দেখো,  বিলগেটস্, স্টিভ জবস্, টাটা কিংবা আম্বানি  তারা কি নিয়েছে একটিও পলিসি!  তারা শুধু জানে না, মানেও  নেয় জীবনের ঝুঁকি  তাই তো আজ সকলে সফল ব্যবসায়ী! পড়ুন পরবর্তী কবিতা  পড়ুন পূর্ববর্তী কবিতা (কোভিড-19 ও শিক্ষা)

কোভিড-19 ও শিক্ষা - একটি কবিতা। COVID-19 & Learning - A Poem

Image
  কোভিড-19 ও শিক্ষা অর্থনীতির উন্নতি স্তব্ধ করে  শিক্ষার মেরুদন্ড ভেঙ্গে দিয়ে  মানুষের জীবিকা কেড়ে নিয়ে  কোভিড-19, তুমি করছো কি, উন্মত্ত হয়ে! অনেক হয়েছে এবার থামো,  মানুষের দুর্ভোগ চরমে পৌঁচেছে  ছাত্র সমাজ পড়াশোনা প্রায় ভুলেই গেছে,  শিক্ষার অবস্থা হয়েছে বেহাল  শিক্ষিতরা একেবারে নাজেহাল,  কোভিড-19,  অনেক হয়েছে, এবার থামো! শিক্ষাই তো সমাজ ও দেশের উন্নতির একমাত্র উপায়  ছাত্র সমাজই আমাদের ভবিষ্যৎ,  তারাই যদি পড়াশোনা ভুলে যায়  ভেবো তবে,  আগামী দিন হবে কত ধ্বংসাত্মক,  কোভিড-19,  হও না তুমি আর মারাত্মক!  বন্দ কর তোমার খেলা হয়েছে অনেক, এসেছে চরম দুর্দশা! ফিরিয়ে দাও সেই দিন  যখন অর্থনীতির ছিল সুদিন, জীবিকাও ছিল, পড়াশোনাও হতো  ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে আসতো প্রতিদিন! পড়ুন পরবর্তী কবিতা (পলিসি) পড়ুন পূর্ববর্তী কবিতা (ধান গাছ)

ধান গাছ - একটি কবিতা। Paddy Crop - A Poem

Image
  ধান গাছ বাঙালীর অন্নদাতা, কৃষকের প্রাণ  তুমিই ধারণ করো সোনালী ধান,  অধিকাংশ দেশবাসীদের জীবিকা দাও  গবাদি পশুর জীবন বাঁচাও,  এই সংসারের ধারক তুমি  আমার সকলেই তোমার কাছে ঋণী! দাণীর পরম উদাহরণ তুমি  নিজের সবকিছুই উজাড় করো,  ধান, তুষ, শস্য, খর  সকল অংশেই আমাদের উপকার করো!  তোমার আগমনের কৃষকের মুখে হাসি ফোটে শ্রমিকদের মুখে খাওয়া জোটে,  এনে দাও খুশির মনোরম বাতাস পশু-পক্ষী, মানব সকলে  শুধু ঋণী নয়, কৃতজ্ঞ আজ! তোমার গুণোকীর্তন যত করি হবে কম তোমারই জন্য আজ, আছে এত প্রাণ,  তোমা বিনা কল্পনাতীত জীব পৃথিবীতে  যেমন মরীচিকা দেখা যায় মরুভূমিতে,  তুমিই ঈশ্বরের দান, এই ধরা ধামে  বন্দী আমি তোমায়, শতকোটি প্রণাম! পড়ুন পরবর্তী কবিতা (কোভিড-19 ও শিক্ষা) পড়ুন পূর্ববর্তী কবিতা (কালী পূজো)

কালী পূজো - একটি কবিতা। Kali Pujo - A Poem

Image
  কালী পূজো পূজো পূজো পূজো  হ্যাঁ, সারা বছরই পূজো,  কারণ আমরা ভারতবাসী!  না বাঙালি, না বিহারী  না হিন্দু, মুসলিম, খৃষ্টান  এখানে সকলেরই বাস  তাইতো ভারত জগতে মহান! সারা বছরই মেতে থাকি  কোনো না কোনো পূজো  করতেই থাকি,  আনন্দের কোন অভাব নেই  কিন্তু, দায়িত্ব যেন না ভুলে যায়,  আনন্দ করবো  অন্যের অসুবিধা করে নয়!  পূজো করব  শিষ্টাচার ভেঙে নয়! জানি আমরা সচেতন তবুও বলি,  মাঝে মাঝে শয়তানি করে ফেলি  তবে বিপদ যেন না হয় সজাগ থেকো,  সকলেই কালী পূজোয় আনন্দ করো! পড়ুন পরবর্তী কবিতা (ধান গাছ) পড়ুন পূর্ববর্তী কবিতা (ছট পূজো)

ছট পূজো - একটি কবিতা। Chhat Pujo - A Poem

Image
  ছট পূজো কালী পূজোয় বাড়ি সাজালে এবার সাজাও ঘাট,  সেই ঘাটেতেই পূজিত হবে  সকলের মাতা ছট!  সকাল-বিকেল এ তো সাধারণ ব্যাপার  উল্টোটা এবার ভাবো, বিকেল-সকাল বিধান দেওয়া  এভাবেই হয় ছট পূজো! সূর্য্যি মামা পথের দিশা  তাকে ঘিরেই ছট,  অস্ত গেলেই বিকেল সাঙ্গ  দেখা দিলেই, সকালের পূজো হয় শেষ! এ তো হল বাহ্যিক ব্যাখ্যা  নিগূঢ় অর্থ কি?  সময়ের গুরুত্ব আমি  এই পূজোয় দেখি!  একটি রাস্তা বন্ধ হলে আরেকটি খোলে  একটি চাহিদা পূর্ণ হলে আরেকটি জাগে!  এটিই তো জীবনের আবর্ত, ভেবে দেখো তুমি সূর্য্যি মামা ও ছট পূজোর মধ্যে  এই সম্পর্কটা দেখি আমি! পড়ুন পরবর্তী কবিতা (কালী পূজো) পড়ুন পূর্ববর্তী কবিতা (পুঁচকে সোনা)

পুচকে সোনা - একটি কবিতা। Little Child - A Poem

Image
পুচকে সোনা  কি চঞ্চল, কি দুষ্টু  ওই, কোথায় যাচ্ছিস!  শোন, একটু খেয়ে নে!  ওই বেশি বদমাশি করছিস, দেখবি?  কি ভাবছেন, কাকে বলছি!  আরে, আমাদের পুচকি সোনা! খাবেনা, কথা শুনবে না, কোলে থাকবে না  আপন মনে, আপন খেয়ালে  ভেবে পাইনা... কি যে করে, কি যে করে!  তবে হ্যাঁ, ঘুরতে ভালোবাসে,  ইদানিং তার নতুন ব্যামো  কোলে থাকবে না,  বসেও থাকবে না,  তবে খেলা চায়,  সব সময় কিছু একটা করা চায়!  উফ্! কি চঞ্চল, কি দুষ্টু  আমাদের পুঁচকে সোনা!   পড়ুন পরবর্তী কবিতা (ছট পূজো) পড়ুন পূর্ববর্তী কবিতা (সাইকেল)

সাইকেল - একটি কবিতা। Cycle - A Poem

Image
  সাইকেল ক্রিং, ক্রিং, ক্রিং দাদা, একটু রাস্তা দেবেন  ওই গণেশ, কোথায় গেছিলে?  এই যে, একটু বাজারে!  কিন্তু কিভাবে!  ভেবে দেখেছেন  না....  কারণ, আমরা সবাই জানি  শীত, গ্রীষ্ম, বর্ষা  সকাল, বিকেল বা সন্ধ্যা, দুপুর  সকলের ভরসা সাইকেল-এর উপর! সব সময়ের সাথি  সব কাজেতেই কাজি,  দেয়না ফাঁকি, দেয়না ফাঁকি  যখনই বলবে তখনই রাজি,  একদম ঠিক ভেবেছেন  সাইকেল আমাদের জীবনের সাথী! মাঝে মাঝে বিপদ আসে  টায়ারে পাংচার,  বেল বাজছে না, চেন পরেছে  কিন্তু তা খুবই বিরল  কপাল মন্দ থাকলে, কে আর বাঁচে! পড়ুন পরবর্তী কবিতা (পুচকে সোনা) পড়ুন পূর্ববর্তী কবিতা (অন্যভাবে)

অন্যভাবে - একটি কবিতা। Differently - A Poem

Image
 অন্যভাবে অনেকদিন পর আবার  বেরিয়ে এলাম আমি,  তবে কি আবার শুরু হলো  আমার ঘুরাঘুরি!  সাত সকালে উঠতে গিয়ে  উঠলাম আমি সাতটাই,  বললাম আমি নিজেকে  দেরী হলো তো তাতে কি!  যা একটু ঘুরে আয়!  ফেরার সময় দেখা হলো  এক মামার সাথে,  সে আমায় বলল কিছু  একমত আমি তার সাথে!  কথাটা খারাপ নয়  কিন্তু, সবাই এক নয়! যাইহোক, সকালটা আজ নতুনভাবে কাটলো  আবার, জীবনে নতুন মোর এলো! পড়ুন পরবর্তী কবিতা (সাইকেল) পড়ুন পূর্ববর্তী কবিতা (মহাপ্রলয়)

মহা প্রলয় -একটি কবিতা। Great Reformation - A Poem

Image
 মহা প্রলয়  সমাজ ধ্বংসের জন্য  যথেষ্ট একজন অমানুষ,  জাতির ধ্বংসের জন্য  প্রয়োজন শুধুই একটি রাক্ষস। গোগ্রাসে খায় শুধুই  মানুষের পর মানুষ,  খিদে তার এতই ভীষণ  নিরাপদ থাকে না - নারী ও পুরুষ!   শুধুই লালসা আর কু-বুদ্ধি  ঘুরপাক খায় মাথায়, উদ্দেশ্য শুধুই একটি  কিভাবে মানুষের মাংস খায়! ভীষণ তার শক্তি  মানুষকে তুচ্ছ ভাবে,  ভুলে যায় সে  তারও মরণ আছে! মহিষাসুরকেই নিতে পারো  হিসেবে উদাহরণ,  স্বর্গ - মর্ত্য - পাতলে  করেছিল কিরকম আলোড়ন!  কিন্তু পরিণতি হয়েছিল কি?  ক্ষমতায় অন্ধ দানবের,  অমর হতে পারেনি সে  মরেছিল দূর্গা দেবীর হাতে!   এবারও আসছে দূর্গা  বলী চাই রাক্ষসের,  মহাপ্রলয় আসুক এ ধরায়  বিচার চাই আর জি করের! পড়ুন পরবর্তী কবিতা (অন্যভাবে) পড়ুন পূর্ববর্তী কবিতা(নৃশংসতা)

নৃশংসতা - একটি কবিতা। Barbarity - A Poem

Image
 নৃশংসতা  দৃষ্টিকটু, রমহর্ষক,  ছাড়িয়ে গেছে পাশবিকতা  স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমেছে,  এমনই নৃশংসতা, এমনই নিশংসতা! শ্লীলতাহানি, হত্যা  ক্ষত-বিক্ষত করা, হাড় ভেঙ্গে দেওয়া  মানবিক মানুষের হৃদয় কেঁপে ওঠে এমনই বর্বরতা, এমনই বর্বরতা ! সভা হয়েছে, নাটক চলেছে,  ধর্ষক ও খুনিদের বাঁচাতে পাশবিক ধর্ষণ ও হত্যাকে  পরিকল্পিতভাবে আত্মহত্যা বলেছে। প্রমাণ লোপাটের জন্য  অসময়ে দেহের ময়নাতদন্ত করেছে,  বাবা-মাকে দেহ দেখাতে, দীর্ঘ প্রতি প্রতীক্ষা করিয়েছে, অথচ শব দাহ করতে ত্বরা দেখিয়েছে! এই নারকীয় ঘটনার কান্ডারীসব, ধর্ষকদের বাঁচানোর ষড়যন্ত্রীসব,  সাহায্যকারী অমানুষসব,  কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না!  ফাঁসি সকলের হবেই এবার  হতে পারে না ক্ষমা, এই নৃশংসতার! পড়ুন পরবর্তী কবিতা(মহাপ্রলয় ) পড়ুন পূর্ববর্তী কবিতা (বিচার)

বিচার - একটি কবিতা। Justice - A Poem

Image
 বিচার  ফুঁসছে  জাতি, ক্ষিপ্ত তারা  একসময় শোষিত হয়েছে যারা, সয়েছে নির্মম অত্যাচার, হৃদয়ে দমিয়েছে দাবানল, আশা ছিল তাদের কালের ক্রমেই হবে অন্যায়কারীদের অস্তাচল! এখন তারা হয়েছে প্রবল শোষণের বাঁধন ভেঙেছে,  প্রকাশ্য দিবালোকে  তারা অত্যাচারীদের বুক কাঁপিয়ে দিয়েছে!  বুঝিয়ে দিয়েছে, আর নয়, আর নয়, আর নয়!   আর নয়, আমরা আর সয়বো না  এবার চাই বিচার,  করেছো যত নির্মম অত্যাচার-  চুরি করেছো, লুট করেছো, ভন্ডামি করেছো, আমরা সয়েছি। ঔদ্ধত্য তোমাদের এতই বেড়েছে,  আমাদের লক্ষ্মীর শ্রীলতাহানি করলে, তাকে মেরে ফেললে,  প্রমাণ লোপাট করলে,  অপরাধীদের বাঁচানোর চেষ্টাও করলে!  এবার আর নয়! এবার হবে বিচার, আমরা করবো বিচার,  চাবুক মেরে তুলব তোমাদের চামড়া,  বাঁচাতে পারবেনা  পাশবিক পুলিশ বা নোংরা গুন্ডা। পড়ুন পরবর্তী কবিতা (নৃশংসতা) পড়ুন পূর্ববর্তী কবিতা (স্বাধীনতা)

স্বাধীনতা - একটি কবিতা। Independence - A Poem

Image
স্বাধীনতা স্বাধীনতা, তুমি জানো কি?  তোমার জন্য কত রক্ত ঝরেছে,  কত প্রাণ অকালে মরেছে, ভবিষ্যতের কত উজ্জ্বল সম্ভাবনা হারিয়ে গেছে, স্বাধীনতা তুমি জানো কি? স্বাধীনতা, তোমার জন্য  বিনয়-বদল-দীনেশ প্রাণ দিয়েছেন,  ভগৎ সিং ফাঁসিতে ঝুলেছেন,  সূর্যসেন, চন্দ্রশেখর আজাদ লড়াই করেছেন, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসির রানীর মতো নারী শক্তি গর্জে উঠেছেন, লালা লাজপত রায়, গান্ধীজী, নেহেরু কারাবাস করেছেন,  সুভাষচন্দ্র বসু প্রবলতে যে জ্বলে উঠেছেন,  স্বাধীনতা তোমার জন্য! তোমার জন্য  দিকে দিকে আগুনের স্ফুলিঙ্গের মতো,  জ্বলে উঠেছে আন্দোলন কত,  সব ধর্মের মানুষ যোগ দিয়েছেন তাতে  পারেনি মৃত্যু তাদের ভয় পাওয়াতে! সহ্য অত্যাচার, বরুণ করেছে কারাগার,  হৃদয় বাসনা শুধু যে তোমার! স্বাধীনতা, তুমি আসবে বলে! কিন্তু তুমি এসেছো, এ কোন্ রূপ নিয়ে!  মানুষের কাছ থেকে মানুষকে নিয়েছো ছিনিয়ে!  স্বাধীনতা, তুমি হয়েছো উন্মত্ত  মানুষ হয়েছে তাতে মত্ত  দেশের ঐক্য ভেঙেছে, যা ছিল আগে শক্ত!  স্বাধীনতা, তুমি হয়েছো কিসে আসক্ত! স্বাধীনতা, ফিরে এসো তুমি সেই...

প্রথম খাওয়া - একটি কবিতা। First Eating - A Poem

Image
 প্রথম খাওয়া হ্যাঁ, আজ তোর প্রথম ভাত খাওয়া  এইতো শুরু.... এরপর কত চাওয়া-পাওয়া, কত চাওয়া-পাওয়া!  এখন তো তুই বুঝবিনা কিছু  যা দেবে তাই খাবি,  এরপর যখন হাঁটতে শিখবি  খাওয়ানোর জন্য ছুটতে হবে তোর পিছু পিছু! এখন তো তুই বুঝবিনা কিছু! তবে হ্যাঁ, আজকের দিনটি অন্যরকম  কারণ...  আজ হবে তোর প্রথম ভাত খাওয়া!  স্বাধ তুই বুঝবি কিনা কে জানে  তবে সকলেই চেয়ে থাকবে তোর দিকে, এক মনে!  কারণ....  আজ তুই প্রথম ভাত খাবি! সবকিছুই আজ তোকে নিয়ে  হৈ-হুল্লোর, মাতামাতি তোকে ঘিরে, চেয়ে দেখ্ তোর মায়ের দিকে  অনেক খেটেছে, কিন্তু ক্লান্তি নেই বিন্দুমাত্র!  কারণ, আজ প্রথম  ভাত খাবে তার একমাত্র পুত্র! পড়ুন পরবর্তী কবিতা (স্বাধীনতা) পড়ুন পূর্ববর্তী কবিতা (রাগ)

রাগ - একটি কবিতা। Anger - A Poem

Image
 রাগ রাগ শব্দটি সকলেই জানে  কিন্তু, রাগী মানুষকে কি কেউ চেনে? আমি চিনি!  একটা অদ্ভুত প্রাণী আছে  সে যেমন রেগে যায়,  তেমনি আবার আমায় ভালবাসে!  এবার সে আবার গেছে রেগে  বলে..  আমি নাকি থাকি না তার কাছে!  পাগল কোথাকার, না পাগলি  বোঝেনা সে ...  যেখানেই আমি থাকি  মন তো আমার থাকে তারই কাছে!  তার সাথে কথা না বললে  ভালো লাগে না।  সব সময় ভাবি  সে কি করছে, না করছে।  দূরে থাকলে কি হবে?  আমি তো থাকি তারই কাছে! একটু মাথা মোটা, বোঝেনা  কিন্তু, সে যে আমায় খুব ভালোবাসে! পড়ুন পরবর্তী কবিতা (প্রথম খাওয়া) পড়ুন পূর্ববর্তী কবিতা (আবার শুরু)

আবার শুরু - একটি কবিতা। Restart - A Poem.

Image
 আবার শুরু পড়াশোনায় টেনে বিরতি  পাগল হয়ে উঠেছিলাম আমি, ভেবেছিলাম আগে এদিক সামলায় তারপর আবার,  মন দেবো পড়াশোনায়!  এভাবেই যে কাটিয়েছি কত বছর  ভুল ধারণায় হয়েছিলাম বিভোর,  বউয়ের বোঝানোই মাথা ঘামলো  ভুল ধারণা এবার ভাঙলো!  সমস্যা তো সারা জীবন থাকবে  তাতে ভয় পেলে কি চলবে! সাহসীরা ছিল কখনো ভয় পায় না  ভয় পেলে জীবনে কখনো  মহান কিছু করা যায় না!  কত বছর, কতদিন এভাবেই কাটলো  দেরিতে হলেও  এবার আমার মাথায় ঢুকলো!  তাই, নয় ভয়, নয় ভয়, আর নয় ভয়  জীবনে এখন একটাই লক্ষ্য  ভয়কে করতে হবে জয়! পরুন পরবর্তী কবিতা (রাগ) পরুন পূর্ববর্তী কবিতা (তুমি এসেছো বলে)

তুমি এসেছো বলে - একটি কবিতা | As You Have Come - A Poem

Image
তুমি এসেছো বলে তুমি এসেছো বলে  জীবন হয়েছে রঙিন,  তুমি এসেছো বলে  জীবনে ফুটেছে কত ফুল,  তুমি এসেছো বলে  জীবন আমার হয়েছে আনন্দময়,  তুমি এসেছো বলে  জীবনে আমার আর নেই কোনো ভয়,  তুমি এসেছো বলে  এখন আমি পেয়েছি সর্ব সুখ, তুমি এসেছো বলে  আমার চোখে এখন একটিই মুখ! তুমি রয়েছো, রইবে হৃদয় আমার  জুড়ে সারাটা জীবন,  তোমাকে ছাড়া আমার এখন  লাগে না কিছুতে মন!   পড়ুন পরবর্তী কবিতা(আবার শুরু) পড়ুন পরবর্তী কবিতা(আবার শুরু) পড়ুন পূর্ববর্তী কবিতা(স্মৃতি) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

স্মৃতি-একটি কবিতা | Memory - A Poem

Image
স্মৃতি  পুরনো সেই দিনগুলো  কোথায় গেলো হায়,  ও সে ফাঁকি দেওয়া  ইয়ার্কি করা, তা কি ভোলা যায়! শুরু থেকেই দিনগুলো সব  স্বপ্নের মত ছিল,  হঠাৎ করে ঘুমটা যেন  আমার ভেঙে গেলো!  দু বছরের ঘুমখানি কি  হঠাৎ ভেঙে যায়,  ও সে ফাঁকি দেওয়া  ইয়ার্কি করা  তা কি ভোলা যায়! অন্ধকার নিয়ে আসে  স্মৃতির পাতায় রয়ে যারে আনন্দের সেই দিন!  ক্লাস ঘর, কলেজের মাঠ কিম্বা ক্যান্টিন  সব জায়গাতেই ছিল যেন  আনন্দের ছোঁয়া,  যাবে না তো দিনগুলোকে  কোনদিন ভোলা! পরুন পরবর্তী কবিতা (তুমি এসেছো বলে) পরুন পূর্ববর্তী কবিতা (জীবন শিক্ষা) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

জীবন শিক্ষা - একটি কবিতা। Learning The Reality- A Poem

Image
 জীবন শিক্ষা থামালাম পড়া  বাকি অনেক পথ চলা, শিক্ষা তাই দরকার  জীবনের পথ চলার! জীবিকার পথে ছুটতে গিয়ে  বাস্তব জীবন থেকে ছিলাম সরে,  শিক্ষা তাই ছিল অসম্পূর্ণ  এবার তা হবে পূর্ণ! বই-খাতে তো অনেক হলো  রুজির পেছনে আর কত!  জীবনে কিভাবে চলতে হবে  এবার তো তা শিখতে হবে! পুঁথিগত বিদ্যা যে যথেষ্ট নয়  বাস্তবে তার গুরুত্ব কোথায়!  বাস্তব যে বড়োই নিষ্ঠুর  সমাজের অভাব নেই শত্রুর,  পা ফেললেই বুঝতে পারবে  সব বসে আছে, ঘা মেরে  তাদের সাথে জুঝতে হলে, বাস্তবতা যে বুঝতে হবে! পরুন পরবর্তী কবিতা (স্মৃতি) পরুন পূর্ববর্তী কবিতা (হতে কি চলেছে) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

হতে কি চলেছে - একটি কবিতা। Is It Going To Begin - A Poem

Image
 হতে কি চলেছে হতে কি চলেছে, তবে!  হতে কি চলেছে, শুরু!  নতুনভাবে নতুন পথে  নতুনকে নিয়ে সাথে  নতুন গন্তব্যের উদ্দেশ্যে গমণ! কত আশা আছে বুকে  কত উন্মাদনা উঁকি দিচ্ছে,  কত কিছু মাথায় ঘুরছে,  চাইছে তারা প্রকাশ পেতে  নিজেদেরকে মেলে ধরতে!  প্রতীক্ষা তাদের অনেক দিনের  দেখা মিলবে কবে, সেই সুদিনের  যবে হবে শুরু, নতুন জীবনের! আর নয়, আর নয়  দিন হয়ে এসেছে শেষ,  ঘোর কালো মেঘ  গেছে সরে,  ভোরের আলোর প্রভা  দিয়েছে দেখা!  আর কিছুক্ষণ পরেই ছড়িয়ে পড়বে  নতুন জীবনের ডঙ্কা! পরুন পরবর্তী কবিতা (জীবন শিক্ষা) পরুন পূর্ববর্তী কবিতা (বেসামাল) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

বেসামাল - একটি কবিতা। Disbalanced - A Poem

Image
 বেসামাল আজ আমি পথ হারিয়েছি  হয়েছি অস্থির, সন্ধান রাস্তার  জীবন কঠিন, হয়েছি বেসামাল! তবু বুকে আশা মারছে উঁকি  সাহসে ক্ষীণ প্রভা   বলছে নিতে ঝুঁকি!  উফ্! কি যে করি আমি?  সময়গুলো কি কেটে যাবে এমনি! জেদও আছে, ভয়ও আছে  আমি পড়েছি তাদের মাঝে!  জেদ বলে চালিয়ে যাও,  জীবনে সফলতা পাবে!  ভয় বলে থামো,  বিপদ কিন্তু হতে পারে! এভাবেই কাটছে সময়  কখনো ঘুরে বেড়াচ্ছি,  কখন আবার ধরছি বই! কিন্তু, কোনোটিই যথেষ্ট নয়!  নিতে হবে কঠিন সিদ্ধান্ত  এগিয়ে যাবো, না হবো শান্ত! পরুণ পরবর্তী কবিতা (হতে কি চলেছে) পরুণ পূর্ববর্তী কবিতা (মা বোল্লাকালী) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest