বিদ্যাসাগর - একটি কবিতা। Vidyasagar - A Poem
বিদ্যাসাগর
বাংলার ভূমিতে নিয়েছিলেন জন্ম
সকলে আমরা চিনি তাকে
বিদ্যাসাগর নামেতে!
ছোট্ট থেকেই ছিলেন মেধাবী
গর্ব আমাদের, তিনি বঙ্গবাসী।
পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামেতে
জন্ম নিয়েছিলেন তিনি, গোড়া ব্রাহ্মণ পরিবারেতে,
তবে তিনি ছিলেন না বিশ্বাসী ঈশ্বরে
মন তার সর্বদা, নিবেদিত পড়াশোনাতে,
পড়াশোনার জোড়েই তিনি হয়েছিলেন মহান
পারেনি দারিদ্রতা তাকে হার মানাতে!
যে কলেজে পড়াশোনা করেছিলেন
সেই কলেজেরই তিনি অধ্যাপক হয়েছিলেন।
সমাজ সংস্কারেও তার অদম্য দান
নারী কল্যাণ, সমাজ সংস্কার, শিক্ষা প্রসার
ইত্যাদিতে আছে তার বহু অবদান।
পড়াশোনার দৌলতেই তিনি হয়েছিলেন উত্তম পুরুষ
রবীন্দ্রনাথ বলেছেন, বিদ্যাসাগর ছিলেন
প্রকৃত অর্থেই মানুষ!
মানব সমাজের উন্নতিই ছিল তার একমাত্র লক্ষ্য
আজকের এই অনুষ্ঠান তারই সাক্ষ্য!
Comments
Post a Comment