প্রায়শ্চিত্ত - একটি কবিতা। Penance - A Poem
প্রায়শ্চিত্ত
কোথায় আছে,
'পাপ নিজের বাপকে ছাড়ে না'!
অন্যভাবে বলা যায়,
খারাপ কাজ যে করে
তার প্রায়শ্চিত্ত তাকে করতে হয়।
একটু সময় লাগে,
কখনো বা কয়েক বছর
কিন্তু.......
অন্যায় কাজের ফল বারোটা বাজায় জীবনের!
অনেক সময় আমরা ভাবি
দিব্বি ভালো আছি খারাপ কাজ করে,
কিন্তু একটু খোঁজ নিলেই বুঝতে পারি
প্রায়শ্চিত্ত শুরু হয়ে গেছে জীবনে!
তাই, বছরের চমকে প্রভাবিত হওনা,
নিজের সঠিক পথ বদলে ফেলো না,
মনে রেখো
একশোর মধ্যে এক হওয়া সহজ যত,
একশো কোটির মধ্যে এক হওয়া কঠিন তত!
কিন্তু, এই কঠিন কাজে একরকম শান্তি আছে
বুঝবে তুমি
যখন পৌঁছবে জীবনের শেষে!
নয়তো অপেক্ষায় আছে তোমার জন্য
এ জীবনে শুধুই প্রায়শ্চিত্ত!
Comments
Post a Comment