কোভিড-19 ও শিক্ষা - একটি কবিতা। COVID-19 & Learning - A Poem
কোভিড-19 ও শিক্ষা
অর্থনীতির উন্নতি স্তব্ধ করে
শিক্ষার মেরুদন্ড ভেঙ্গে দিয়ে
মানুষের জীবিকা কেড়ে নিয়ে
কোভিড-19,
তুমি করছো কি, উন্মত্ত হয়ে!
অনেক হয়েছে এবার থামো,
মানুষের দুর্ভোগ চরমে পৌঁচেছে
ছাত্র সমাজ পড়াশোনা প্রায় ভুলেই গেছে,
শিক্ষার অবস্থা হয়েছে বেহাল
শিক্ষিতরা একেবারে নাজেহাল,
কোভিড-19,
অনেক হয়েছে, এবার থামো!
শিক্ষাই তো সমাজ ও দেশের উন্নতির একমাত্র উপায়
ছাত্র সমাজই আমাদের ভবিষ্যৎ,
তারাই যদি পড়াশোনা ভুলে যায়
ভেবো তবে,
আগামী দিন হবে কত ধ্বংসাত্মক,
কোভিড-19,
হও না তুমি আর মারাত্মক!
বন্দ কর তোমার খেলা
হয়েছে অনেক, এসেছে চরম দুর্দশা!
ফিরিয়ে দাও সেই দিন
যখন অর্থনীতির ছিল সুদিন,
জীবিকাও ছিল, পড়াশোনাও হতো
ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে আসতো প্রতিদিন!
Comments
Post a Comment