নিয়ম - একটি কবিতা। Rule - A Poem
নিয়ম
নিয়মের বেড়াজালে মানুষ আজ আবদ্ধ
কিন্তু সকলেই জানে,
বর্তমানের নিয়মে ন্যায় আজ রুদ্ধ!
লোক দেখানো, লোক ঠকানো
কিন্তু কেনো, কেনো?
টাকা! কত টাকা চাই, বাঁচার জন্য!
মানবতা ছাড়া, মানুষ হওয়া যায় না
শিক্ষা ছাড়া পরিবার, সমাজ, ও দেশ এগোতে পারে না,
কিন্তু টাকার লোভ পেয়ে বসলে
মানবতা ও শিক্ষার কোন গুরুত্ব থাকে না!
উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো,
কিন্তু, সঠিক নিয়মের পথে চলে
অন্য পথ নিলে পরে...
শেষ পরিণতি কি হবে
এ কথা সকলেই জানে!
আর নয়, অনেক হলো
এবার তো অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠো!
মানবতাই হবে সঠিক পথ,
শিক্ষায় হবে একমাত্র উপায়,
যারাই এই দুটিকে উপেক্ষা করবে
তাদের বলো, আর নয় আর নয়!
Comments
Post a Comment