পলিসি - একটি কবিতা। Policy - A Poem
পলিসি
এ কথা তো সবাই বলে,
ভবিষ্যতের কথা ভেবে ভয় পেলে
বর্তমান কিভাবে উপভোগ করবে?
কথাটি সত্য, কিন্তু কতজন মানে?
মানলে পরে
সকলে জীবন বীমা পলিসি কেন করে?
পলিশি বেশিরভাগ মানুষ ভয়ে নেয়
না জানি কখন কি হয়!
আমার পরে পরিবার ভালো থাকবে,
বলেছি কোম্পানিগুলো একেই অস্ত্র করে!
সকলেই বলি, যত ঝুঁকি তত লাভ,
কষ্ট ছাড়া কেষ্ট মেলে না,
কিন্তু কাজ করার সময়
আদর্শবানী কোথায় যেন হারিয়ে যায়!
একবার খোঁজ নিয়ে দেখো,
বিলগেটস্, স্টিভ জবস্, টাটা কিংবা আম্বানি
তারা কি নিয়েছে একটিও পলিসি!
তারা শুধু জানে না, মানেও
নেয় জীবনের ঝুঁকি
তাই তো আজ সকলে সফল ব্যবসায়ী!
Comments
Post a Comment