ছট পূজো - একটি কবিতা। Chhat Pujo - A Poem
ছট পূজো
কালী পূজোয় বাড়ি সাজালে
এবার সাজাও ঘাট,
সেই ঘাটেতেই পূজিত হবে
সকলের মাতা ছট!
সকাল-বিকেল এ তো সাধারণ ব্যাপার
উল্টোটা এবার ভাবো,
বিকেল-সকাল বিধান দেওয়া
এভাবেই হয় ছট পূজো!
সূর্য্যি মামা পথের দিশা
তাকে ঘিরেই ছট,
অস্ত গেলেই বিকেল সাঙ্গ
দেখা দিলেই, সকালের পূজো হয় শেষ!
এ তো হল বাহ্যিক ব্যাখ্যা
নিগূঢ় অর্থ কি?
সময়ের গুরুত্ব আমি
এই পূজোয় দেখি!
একটি রাস্তা বন্ধ হলে আরেকটি খোলে
একটি চাহিদা পূর্ণ হলে আরেকটি জাগে!
এটিই তো জীবনের আবর্ত, ভেবে দেখো তুমি
সূর্য্যি মামা ও ছট পূজোর মধ্যে
এই সম্পর্কটা দেখি আমি!
Comments
Post a Comment