কালী পূজো - একটি কবিতা। Kali Pujo - A Poem
কালী পূজো
পূজো পূজো পূজো
হ্যাঁ, সারা বছরই পূজো,
কারণ আমরা ভারতবাসী!
না বাঙালি, না বিহারী
না হিন্দু, মুসলিম, খৃষ্টান
এখানে সকলেরই বাস
তাইতো ভারত জগতে মহান!
সারা বছরই মেতে থাকি
কোনো না কোনো পূজো
করতেই থাকি,
আনন্দের কোন অভাব নেই
কিন্তু, দায়িত্ব যেন না ভুলে যায়,
আনন্দ করবো
অন্যের অসুবিধা করে নয়!
পূজো করব
শিষ্টাচার ভেঙে নয়!
জানি আমরা সচেতন
তবুও বলি,
মাঝে মাঝে শয়তানি করে ফেলি
তবে বিপদ যেন না হয় সজাগ থেকো,
সকলেই কালী পূজোয় আনন্দ করো!
Comments
Post a Comment