ফেয়ারওয়েল নমস্কার স্যার, নমস্কার! ব্যথিত হৃদয়ে চিত্ত মম আজ করে হাহাকার! নমস্কার স্যার, নমস্কার! দুর্দিনে আপনি ছিলেন, ছিলেন আমার পাশে সেই সময়ের ব্যথা যেন, এখনো ধেয়ে আসে! এই ধরায় এমন মানুষ বারবার কি আসে, আপনি ছিলেন আমার পাশে! ছিল আমার কিছু দোষ যেগুলো আপনি গেছেন এড়িয়ে, আমার আত্মসম্মান আমায় দিয়েছেন আপনি ফিরিয়ে! করেছি কাজ অনেক জায়গায় আসেনি সেরকম কোনদিন, বড় যতই হই আমি রইবো চিরদিন আপনার অধীন! আপনি আমায় ভুলে গেছেন, আসেনা যেন এমন দিন, এই স্কুলে রইল আপনার আমন্ত্রণ চিরদিন! সুখে থাকুন, ভালো থাকুন রইলো এই প্রার্থনা আমার, ভালোভাবে কাটে যেন অবশিষ্ট সময় আপনার! পরুণ পরবর্তী কবিতা (হে সৃষ্টিকর্তা) পরুণ পূর্ববর্তী কবিতা ( ভালো মানুষ)
ওয়াল ম্যাগাজিন এক দুই তিন প্রকাশিত হবে , আমাদের কলেজে ওয়াল ম্যাগাজিন! দুই তিন চার, এবার সকলেরই কিছু লেখা দরকার! তিন চার পাঁচ খুঁজে দেখ, মগজের আনাজ কানাচ! চার পাঁচ ছয় নয় তো দেখ, ডায়েরিতে যদি কিছু রয়! পাঁচ ছয় সাত না থাকুক, লেখায় তোর হাত! ছয় সাত আট, তাতে কি? লেখা প্রকাশিত হোক বা দেওয়ালে সাটাক! সাত আট নয়, চেষ্টা কর, তোর দ্বারা হবেই! আট নয় দশ, অনেক হল, এবার চুপটি করে বস! পরুণ পরবর্তী কবিতা (বেতন) পরুণ পূর্ববর্তী কবিতা (আমি কি করবো) My Utube Channel My Facebook Page Twitter Explurger LinkedIn Pinterest Instagram
Think Big "Everyone knows what to do but few do", said Kamal to Bimal. Bimal was a very wealthy man. He lived in the village Rishipur. But he was born and brought up in a poor family. His father Ramu was a cobbler.Sima, his mother was a housewife. He had two sisters - Rima and Nisha. The seldom got three-time food a day. Breakfast was a dream to them. Yet Kamal had ambition. Bimal was his best friend. They often used to take a brisk walk. During that work, Kamal used to say him, "One day I will be very rich." Bimal wanted to know the way. Kamal used to say by working hard. Years passed. After their school education, Bimal went to read in a city college but Kamal had to stop his study like his sisters. His father bluntly told him that he could not afford the cost of his higher education. Kamal also knew that his father's income was not enough to maintain his family and bear his educational ex...
Self Help Have the passion! Want to shine, With the grace of Divine! Then I have to say, my friend You are only wrong track! Keep energy, work hard Then you must get What you desired. Self Help is the best way, Don't worry What others say! Try and try You will fail surely, But one day Your success will come definitely! Then you will get a feeling Which will suppress everything! So practise, practise Self Help! Don't rely on others! Believe in Self Help. Chase your dream passionately But after one failure, don't stop. Every failure will teach you something, Bit by bit You will learn everything. Then will come the moment Which you will relish, Just practice Self Help It is all, I wish! Read Next Poem (Endurance) Read Previous Poem (Money)
ধান গাছ বাঙালীর অন্নদাতা, কৃষকের প্রাণ তুমিই ধারণ করো সোনালী ধান, অধিকাংশ দেশবাসীদের জীবিকা দাও গবাদি পশুর জীবন বাঁচাও, এই সংসারের ধারক তুমি আমার সকলেই তোমার কাছে ঋণী! দাণীর পরম উদাহরণ তুমি নিজের সবকিছুই উজাড় করো, ধান, তুষ, শস্য, খর সকল অংশেই আমাদের উপকার করো! তোমার আগমনের কৃষকের মুখে হাসি ফোটে শ্রমিকদের মুখে খাওয়া জোটে, এনে দাও খুশির মনোরম বাতাস পশু-পক্ষী, মানব সকলে শুধু ঋণী নয়, কৃতজ্ঞ আজ! তোমার গুণোকীর্তন যত করি হবে কম তোমারই জন্য আজ, আছে এত প্রাণ, তোমা বিনা কল্পনাতীত জীব পৃথিবীতে যেমন মরীচিকা দেখা যায় মরুভূমিতে, তুমিই ঈশ্বরের দান, এই ধরা ধামে বন্দী আমি তোমায়, শতকোটি প্রণাম! পড়ুন পরবর্তী কবিতা (কোভিড-19 ও শিক্ষা) পড়ুন পূর্ববর্তী কবিতা (কালী পূজো)
Money Born as man, need luxury Work hard, earn more money! The world is driven by its power. Have more than enough money? You will be welcome everywhere! No matter, who you are! What you are! Money suppresses everything In this world of human being! Ask a parent Why his or her child should learn. Ask a worker, Why he or she is working Harder or harder! Ask a student, Why he or she needs education! Ask a person, Why study is necessary! They all answer you, Decent living needs money, more money! We all are caught up in this race, Weather in child or in old age! Living in sophisticated town or in a small village, What we do or want to do Our target remains the same, Earning more money Is always our sole aim. Read Next Poem (Self Help) Read Previous Poem (Super Season-3)
Reality of Family "None is happy", consoled Hari himself. Hari was a man of 30 years. He was living with his family in the village Ketupur. His family consisted of his parents, his wife Shital, his two kids and his sister and her to kids. They had financial freedom, but no peace in the family. His parents were the worst kind of People ever lived. The situation was very beautiful in the beginning when Hari was a bachelor. He earned decent income and bore all the expenses of the family. Hari used to give all the salary to his mother, who spent all without thinking of the future. Even she did not think of her daughter's marriage. His father was a bastard who only thought of his own comfort. A very lazy person he was. He stopped working when Harry got the job and threw the whole family on Hari. So, when his elder sister Nila attained 25 years, Hari asked his mother, "Mother, how m...
Comments
Post a Comment