ধান গাছ - একটি কবিতা। Paddy Crop - A Poem
ধান গাছ
বাঙালীর অন্নদাতা, কৃষকের প্রাণ
তুমিই ধারণ করো সোনালী ধান,
অধিকাংশ দেশবাসীদের জীবিকা দাও
গবাদি পশুর জীবন বাঁচাও,
এই সংসারের ধারক তুমি
আমার সকলেই তোমার কাছে ঋণী!
দাণীর পরম উদাহরণ তুমি
নিজের সবকিছুই উজাড় করো,
ধান, তুষ, শস্য, খর
সকল অংশেই আমাদের উপকার করো!
তোমার আগমনের কৃষকের মুখে হাসি ফোটে
শ্রমিকদের মুখে খাওয়া জোটে,
এনে দাও খুশির মনোরম বাতাস
পশু-পক্ষী, মানব সকলে
শুধু ঋণী নয়, কৃতজ্ঞ আজ!
তোমার গুণোকীর্তন যত করি হবে কম
তোমারই জন্য আজ, আছে এত প্রাণ,
তোমা বিনা কল্পনাতীত জীব পৃথিবীতে
যেমন মরীচিকা দেখা যায় মরুভূমিতে,
তুমিই ঈশ্বরের দান, এই ধরা ধামে
বন্দী আমি তোমায়, শতকোটি প্রণাম!
Comments
Post a Comment