পুচকে সোনা - একটি কবিতা। Little Child - A Poem
পুচকে সোনা
কি চঞ্চল, কি দুষ্টু
ওই, কোথায় যাচ্ছিস!
শোন, একটু খেয়ে নে!
ওই বেশি বদমাশি করছিস, দেখবি?
কি ভাবছেন, কাকে বলছি!
আরে, আমাদের পুচকি সোনা!
খাবেনা, কথা শুনবে না, কোলে থাকবে না
আপন মনে, আপন খেয়ালে
ভেবে পাইনা...
কি যে করে, কি যে করে!
তবে হ্যাঁ,
ঘুরতে ভালোবাসে,
ইদানিং তার নতুন ব্যামো
কোলে থাকবে না,
বসেও থাকবে না,
তবে খেলা চায়,
সব সময় কিছু একটা করা চায়!
উফ্! কি চঞ্চল, কি দুষ্টু
আমাদের পুঁচকে সোনা!
Comments
Post a Comment