অন্যভাবে - একটি কবিতা। Differently - A Poem
অন্যভাবে
অনেকদিন পর আবার
বেরিয়ে এলাম আমি,
তবে কি আবার শুরু হলো
আমার ঘুরাঘুরি!
সাত সকালে উঠতে গিয়ে
উঠলাম আমি সাতটাই,
বললাম আমি নিজেকে
দেরী হলো তো তাতে কি!
যা একটু ঘুরে আয়!
ফেরার সময় দেখা হলো
এক মামার সাথে,
সে আমায় বলল কিছু
একমত আমি তার সাথে!
কথাটা খারাপ নয়
কিন্তু, সবাই এক নয়!
যাইহোক, সকালটা আজ নতুনভাবে কাটলো
আবার, জীবনে নতুন মোর এলো!
Comments
Post a Comment