সাইকেল - একটি কবিতা। Cycle - A Poem
সাইকেল
ক্রিং, ক্রিং, ক্রিং
দাদা, একটু রাস্তা দেবেন
ওই গণেশ, কোথায় গেছিলে?
এই যে, একটু বাজারে!
কিন্তু কিভাবে!
ভেবে দেখেছেন
না....
কারণ, আমরা সবাই জানি
শীত, গ্রীষ্ম, বর্ষা
সকাল, বিকেল বা সন্ধ্যা, দুপুর
সকলের ভরসা সাইকেল-এর উপর!
সব সময়ের সাথি
সব কাজেতেই কাজি,
দেয়না ফাঁকি, দেয়না ফাঁকি
যখনই বলবে তখনই রাজি,
একদম ঠিক ভেবেছেন
সাইকেল আমাদের জীবনের সাথী!
মাঝে মাঝে বিপদ আসে
টায়ারে পাংচার,
বেল বাজছে না, চেন পরেছে
কিন্তু তা খুবই বিরল
কপাল মন্দ থাকলে, কে আর বাঁচে!
Comments
Post a Comment