মহা প্রলয় -একটি কবিতা। Great Reformation - A Poem
মহা প্রলয়
সমাজ ধ্বংসের জন্য
যথেষ্ট একজন অমানুষ,
জাতির ধ্বংসের জন্য
প্রয়োজন শুধুই একটি রাক্ষস।
গোগ্রাসে খায় শুধুই
মানুষের পর মানুষ,
খিদে তার এতই ভীষণ
নিরাপদ থাকে না - নারী ও পুরুষ!
শুধুই লালসা আর কু-বুদ্ধি
ঘুরপাক খায় মাথায়,
উদ্দেশ্য শুধুই একটি
কিভাবে মানুষের মাংস খায়!
ভীষণ তার শক্তি
মানুষকে তুচ্ছ ভাবে,
ভুলে যায় সে
তারও মরণ আছে!
মহিষাসুরকেই নিতে পারো
হিসেবে উদাহরণ,
স্বর্গ - মর্ত্য - পাতলে
করেছিল কিরকম আলোড়ন!
কিন্তু পরিণতি হয়েছিল কি?
ক্ষমতায় অন্ধ দানবের,
অমর হতে পারেনি সে
মরেছিল দূর্গা দেবীর হাতে!
এবারও আসছে দূর্গা
বলী চাই রাক্ষসের,
মহাপ্রলয় আসুক এ ধরায়
বিচার চাই আর জি করের!
Comments
Post a Comment