বিচার - একটি কবিতা। Justice - A Poem
বিচার
ফুঁসছে জাতি, ক্ষিপ্ত তারা
একসময় শোষিত হয়েছে যারা,
সয়েছে নির্মম অত্যাচার,
হৃদয়ে দমিয়েছে দাবানল,
আশা ছিল তাদের
কালের ক্রমেই হবে অন্যায়কারীদের অস্তাচল!
এখন তারা হয়েছে প্রবল
শোষণের বাঁধন ভেঙেছে,
প্রকাশ্য দিবালোকে
তারা অত্যাচারীদের বুক কাঁপিয়ে দিয়েছে!
বুঝিয়ে দিয়েছে, আর নয়, আর নয়, আর নয়!
আর নয়, আমরা আর সয়বো না
এবার চাই বিচার,
করেছো যত নির্মম অত্যাচার-
চুরি করেছো, লুট করেছো, ভন্ডামি করেছো,
আমরা সয়েছি।
ঔদ্ধত্য তোমাদের এতই বেড়েছে,
আমাদের লক্ষ্মীর শ্রীলতাহানি করলে,
তাকে মেরে ফেললে,
প্রমাণ লোপাট করলে,
অপরাধীদের বাঁচানোর চেষ্টাও করলে!
এবার আর নয়!
এবার হবে বিচার,
আমরা করবো বিচার,
চাবুক মেরে তুলব তোমাদের চামড়া,
বাঁচাতে পারবেনা
পাশবিক পুলিশ বা নোংরা গুন্ডা।
Comments
Post a Comment