প্রথম খাওয়া - একটি কবিতা। First Eating - A Poem
প্রথম খাওয়া
হ্যাঁ, আজ তোর প্রথম ভাত খাওয়া
এইতো শুরু....
এরপর কত চাওয়া-পাওয়া, কত চাওয়া-পাওয়া!
এখন তো তুই বুঝবিনা কিছু
যা দেবে তাই খাবি,
এরপর যখন হাঁটতে শিখবি
খাওয়ানোর জন্য ছুটতে হবে তোর পিছু পিছু!
এখন তো তুই বুঝবিনা কিছু!
তবে হ্যাঁ,
আজকের দিনটি অন্যরকম
কারণ...
আজ হবে তোর প্রথম ভাত খাওয়া!
স্বাধ তুই বুঝবি কিনা কে জানে
তবে সকলেই চেয়ে থাকবে তোর দিকে, এক মনে!
কারণ....
আজ তুই প্রথম ভাত খাবি!
সবকিছুই আজ তোকে নিয়ে
হৈ-হুল্লোর, মাতামাতি তোকে ঘিরে,
চেয়ে দেখ্ তোর মায়ের দিকে
অনেক খেটেছে, কিন্তু ক্লান্তি নেই বিন্দুমাত্র!
কারণ, আজ প্রথম
ভাত খাবে তার একমাত্র পুত্র!
Comments
Post a Comment