স্বাধীনতা - একটি কবিতা। Independence - A Poem
স্বাধীনতা
স্বাধীনতা, তুমি জানো কি?
তোমার জন্য কত রক্ত ঝরেছে,
কত প্রাণ অকালে মরেছে,
ভবিষ্যতের কত উজ্জ্বল সম্ভাবনা হারিয়ে গেছে,
স্বাধীনতা তুমি জানো কি?
স্বাধীনতা, তোমার জন্য
বিনয়-বদল-দীনেশ প্রাণ দিয়েছেন,
ভগৎ সিং ফাঁসিতে ঝুলেছেন,
সূর্যসেন, চন্দ্রশেখর আজাদ লড়াই করেছেন,
মাতঙ্গিনী হাজরা, ঝাঁসির রানীর মতো নারী শক্তি গর্জে উঠেছেন,
লালা লাজপত রায়, গান্ধীজী, নেহেরু কারাবাস করেছেন,
সুভাষচন্দ্র বসু প্রবলতে যে জ্বলে উঠেছেন,
স্বাধীনতা তোমার জন্য!
তোমার জন্য
দিকে দিকে আগুনের স্ফুলিঙ্গের মতো,
জ্বলে উঠেছে আন্দোলন কত,
সব ধর্মের মানুষ যোগ দিয়েছেন তাতে
পারেনি মৃত্যু তাদের ভয় পাওয়াতে!
সহ্য অত্যাচার, বরুণ করেছে কারাগার,
হৃদয় বাসনা শুধু যে তোমার!
স্বাধীনতা, তুমি আসবে বলে!
কিন্তু তুমি এসেছো, এ কোন্ রূপ নিয়ে!
মানুষের কাছ থেকে মানুষকে নিয়েছো ছিনিয়ে!
স্বাধীনতা, তুমি হয়েছো উন্মত্ত
মানুষ হয়েছে তাতে মত্ত
দেশের ঐক্য ভেঙেছে, যা ছিল আগে শক্ত!
স্বাধীনতা, তুমি হয়েছো কিসে আসক্ত!
স্বাধীনতা, ফিরে এসো তুমি সেই রূপে
যার জন্য, কত প্রাণ দিয়েছে সপে!
স্বাধীনতা, ফিরে এসো তুমি সেই রূপে
স্বাধীনতা, ফিরে এসো তুমি সেই রূপে!
Comments
Post a Comment