নৃশংসতা - একটি কবিতা। Barbarity - A Poem
নৃশংসতা
দৃষ্টিকটু, রমহর্ষক,
ছাড়িয়ে গেছে পাশবিকতা
স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমেছে,
এমনই নৃশংসতা, এমনই নিশংসতা!
শ্লীলতাহানি, হত্যা
ক্ষত-বিক্ষত করা, হাড় ভেঙ্গে দেওয়া
মানবিক মানুষের হৃদয় কেঁপে ওঠে
এমনই বর্বরতা, এমনই বর্বরতা !
সভা হয়েছে, নাটক চলেছে,
ধর্ষক ও খুনিদের বাঁচাতে
পাশবিক ধর্ষণ ও হত্যাকে
পরিকল্পিতভাবে আত্মহত্যা বলেছে।
প্রমাণ লোপাটের জন্য
অসময়ে দেহের ময়নাতদন্ত করেছে,
বাবা-মাকে দেহ দেখাতে, দীর্ঘ প্রতি প্রতীক্ষা করিয়েছে,
অথচ শব দাহ করতে ত্বরা দেখিয়েছে!
এই নারকীয় ঘটনার কান্ডারীসব,
ধর্ষকদের বাঁচানোর ষড়যন্ত্রীসব,
সাহায্যকারী অমানুষসব,
কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না!
ফাঁসি সকলের হবেই এবার
হতে পারে না ক্ষমা, এই নৃশংসতার!
Comments
Post a Comment