আবার শুরু - একটি কবিতা। Restart - A Poem.
আবার শুরু
পড়াশোনায় টেনে বিরতি
পাগল হয়ে উঠেছিলাম আমি,
ভেবেছিলাম আগে এদিক সামলায়
তারপর আবার,
মন দেবো পড়াশোনায়!
এভাবেই যে কাটিয়েছি কত বছর
ভুল ধারণায় হয়েছিলাম বিভোর,
বউয়ের বোঝানোই মাথা ঘামলো
ভুল ধারণা এবার ভাঙলো!
সমস্যা তো সারা জীবন থাকবে
তাতে ভয় পেলে কি চলবে!
সাহসীরা ছিল কখনো ভয় পায় না
ভয় পেলে জীবনে কখনো
মহান কিছু করা যায় না!
কত বছর, কতদিন এভাবেই কাটলো
দেরিতে হলেও
এবার আমার মাথায় ঢুকলো!
তাই, নয় ভয়, নয় ভয়, আর নয় ভয়
জীবনে এখন একটাই লক্ষ্য
ভয়কে করতে হবে জয়!
Comments
Post a Comment