বেতন - একটি কবিতা। Salary - A Poem
বেতন
যার অপেক্ষায় ছিলাম এতদিন
আজ সে দিল দেখা,
সন্ধ্যার পর হাতে পেয়েও,
পকেটটা দেখি ফাঁকা!
তবু, দিয়ে গেল আনন্দ
মনেতে খুশির ছোঁয়া,
দূর হলো গুমোট ভাব
প্রাণে লাগলো ফুরফুরে হাওয়া!
মাসে একদিন,
অপেক্ষা বাকি দিন,
পেতে চায় সকলে তাকে
প্রতিদিন! প্রতিদিন!
কিন্তু সেও যে কম নয়,
কাজ করিয়ে দেখা দেয়
ফাঁকি দিতে জানে না সে
সকলেরই খেয়াল রাখে সে!
যদিও কিছু জন বাকি থাকে
তাদের আগে হবে হতে
এর যোগ্য যে,
প্রতিষ্ঠা করতে হবে তাদের দাবি,
তারপরেই তো, সে বলবে
তোরাও পাবি, তোরাও পাবি!
Comments
Post a Comment