শরিফুলদা - একটি কবিতা। Shariful Brother - A Poem
শরিফুলদা
নামের মধ্যেই ফুটেছে ফুল
নামটি যে শরিফুল!
উনাকে যখন প্রথম দেখি,
ভেবেছিলাম উনি মিশুকে হবেন কি?
একসাথে যখন যাত্রা করলাম
তখন আমি বুঝতে পারলাম,
এমন মানুষ সাথে থাকলে পরে,
দিন অবশ্যই কাটবে মজা করে!
কর্মে সচেতন, গল্পের রসিক
মাঝে মাঝে আবার হন সাংবাদিক,
এজন্যই তো উনার নাম
ছড়িয়ে আছে চারিদিক!
কিছু মানুষ আসে জীবনে,
যারা দাগ কেটে যায় মনে,
শরিফুল দাও যে তেমন মানুষ
উনাকে ভুলবো,
আমি নয়তো এমন অমানুষ!
তাইতো উনাকে স্মরণ রাখতে
বসেছিলাম আমি এই কবিতাটি লিখতে!
কয়েকটা দিন সাথে কাটালাম
আজ উনাকে বিদায় জানালাম,
রইলাম আমি এই আশাতেই,
আবার হবে দেখা উনার সাথে!
Comments
Post a Comment