দূর্গাপূজো - একটি কবিতা। Durga Pujo - A Poem

 দূর্গা পূজো


দূর্গাপূজো - একটি কবিতা। Durga Pujo - A Poem


দূর্গা পূজো হয়েছে শুরু 

মন যে আমার উরু উরু,

 বাড়িতে টেকেনা সে যে 

আড্ডা মেরে বেড়াই আমি যে।

কখনো এখানে, কখনো ওখানে

 আমায় পাবে দেখতে যেখানে সেখানে ।

পড়াশোনার সব বই খাতা

 দেখলেই ঘুরছে আমার মাথা,

মাথাতে সত্যি আর কিছুই ঢোকেনা,

 আমার পড়াশোনা বোধহয় আর হবেনা!

 দেখা যাক পূজোর পরে,

'মা' যদি কৃপা করে,

বই-খাতার বোঝা নিয়ে

 বেরিয়ে পড়বো লক্ষ্যের উদ্যেশে।

এখন পূজোর আমেজ এসেছে,

 মন আমার তাতে মেতেছে!

 আমিও চাইনা তা হারাতে,

 চুটিয়ে মজা হবে করতে!


পরুণ পরবর্তী কবিতা (দূর্গাপূজা- মহাষ্টমী)
পরুণ পূর্ববর্তী কবিতা (সাহস)

দূর্গাপূজো - একটি কবিতা। Durga Pujo - A Poem



Comments

Popular posts from this blog

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

Childhood Lost - A Short Story

Think Big - A Short Story

নিয়ম - একটি কবিতা। Rule - A Poem

दर्दनाक दर्द - एक शायरी। Extreme Pain - A Shayari

ধান গাছ - একটি কবিতা। Paddy Crop - A Poem