আমি কি করবো - একটি কবিতা। What Will I Do - A Poem

 আমি কি করবো


আমি কি করবো - একটি কবিতা। What Will I Do - A Poem

আজ মন বড়োই অস্থির
 সামাজিক অবস্থা নেই যে স্বস্থির,
 মেয়েদের আজ বড়ই বিপদ
 পরিবেশ তাদের জন্য নেই নিরাপদ!
 যা আগে লোকের মুখে শুনতাম
 গুজব বলে সব উড়িয়ে দিতাম,
 আজ যেন আমি উপলব্ধি করলাম,
গুজব ছিল না ওগুলো বুঝতে পারলাম!

আজ বড়োই ব্যথিত আমি
 ব্যথার মাঝে ক্রোধ দিচ্ছে উঁকি,
বলছে, হও এক প্রচন্ড মানুষ
 যে ধ্বংস করে দিবে তাদের,
 যারা অমানুষ!

সমাজ সেবার টান তো
 আগে থেকেই আছে,
আমি যেতে চাই তাইতো,
 সিভিল সার্ভিস-এ!
 কিন্তু, মনে আমার ভয় চেপেছে 
মগজটাও সঙ্গ ছেড়েছে
 এখন ভাবছি যাই পলিটিক্স-এ,
কিন্তু, আদর্শ আমার বাধা দিচ্ছে!

পরুণ পরবর্তী কবিতা (ওয়াল ম্যাগাজিন)
পরুণ পূর্ববর্তী কবিতা (শরিফুলদা)

আমি কি করবো - একটি কবিতা। What Will I Do - A Poem




Comments

Popular posts from this blog

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

Think Big - A Short Story

Self Help - A Poem

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

Reality of Family - A Short Story

Childhood Lost - A Short Story