দূর্গাপূজো (দশমী) - একটি কবিতা। Durga Pujo (Dashami) - A Poem
দূর্গাপূজো (দশমী)
নবমী এলো
অনেক আনন্দ মজা হলো,
যদিও তা কিছুক্ষণের জন্য
থেমে গেছিলো!
এবার এসেছে দশমী
লেগেছে প্রাণে আশার ছোঁয়া
মন বলে,
আরো একবার চেষ্টা করো,
তার আগে, মায়ের কাছে প্রার্থনা করো
বলো এবার আশা পূরণ করো!
ছেড়ে দিয়েছিলাম আশা
নিয়েছিলাম পৃথক পথ,
আবার দেখা দিয়েছে সে
'মা'' করো এক, দুই পথ!
'মা' আশীর্বাদ করো
এছাড়া, আর কি চাই বলো
জীবন তরীর হাল তুমি ধরো,
এ যাত্রায়, এবার মা পার করো!
তুমিতো করেছো পূরণ সকলের আশা
তোমার জন্যই তো ধরায় আনন্দের বাসা,
আমারও আশা পূরণ করো
দশমীতে 'মা' তুমি কিছু করো!
Comments
Post a Comment