দূর্গাপূজো (মহাষ্টমী) - একটি কবিতা। Durga Pujo ( Ashtami) - A Poem
দূর্গাপূজো (মহাষ্টমী)
আজ মহাষ্টমী
তাই তোমাদের বলি,
পরবো নতুন পোশাক
চলবে সাজা-সাজি!
যাবো প্যান্ডেলে, দিতে অঞ্জলি
আর যে মহাষ্টমী!
করব মাকে প্রার্থনা
পুরো করো মনস্কামনা,
শুধু আমার নয়, সকলেরই!
কারণ তুমি যে সকলেরই 'মা',
'মা'- এই প্রার্থনা কি তুমি শুনবে না!
তোমার আশাতেই আমরা থাকি
প্রান ভরে 'মা' তোমায় ডাকি,
তুমিও তো 'মা' দাওনা ফাঁকি,
প্রতি বছরই তো দেখে যাও,
আমরা সকলেই কেমন আছি!
'মা' তবে আমাদের প্রার্থনা শুনবে না, কি?
চলতে থাকুক এই আনন্দের ধারা
যার অস্তিত্ব নেই তোমায় ছাড়া,
তোমারই আগমণে মেতে উঠেছে
আনন্দে, আমাদের এই ধরা।
Comments
Post a Comment