দূর্গাপূজো (মহাষ্টমী) - একটি কবিতা। Durga Pujo ( Ashtami) - A Poem

দূর্গাপূজো (মহাষ্টমী)


দূর্গাপূজো (মহাষ্টমী) - একটি কবিতা। Durga Pujo ( Ashtami) - A Poem


আজ মহাষ্টমী
 তাই তোমাদের বলি,
 পরবো নতুন পোশাক
 চলবে সাজা-সাজি!
যাবো প্যান্ডেলে, দিতে অঞ্জলি 
আর যে মহাষ্টমী!

করব মাকে প্রার্থনা
  পুরো করো মনস্কামনা,
 শুধু আমার নয়, সকলেরই!
 কারণ তুমি যে সকলেরই 'মা',
'মা'- এই প্রার্থনা কি তুমি শুনবে না!

তোমার আশাতেই আমরা থাকি
 প্রান ভরে 'মা' তোমায় ডাকি,
 তুমিও তো 'মা' দাওনা ফাঁকি,
 প্রতি বছরই তো দেখে যাও,
 আমরা সকলেই কেমন আছি!
 'মা' তবে আমাদের প্রার্থনা শুনবে না, কি?

চলতে থাকুক এই আনন্দের ধারা
 যার অস্তিত্ব নেই তোমায় ছাড়া,
 তোমারই আগমণে মেতে উঠেছে
 আনন্দে, আমাদের এই ধরা।

পরুণ পরবর্তী কবিতা {দূর্গাপূজো (মহানবমী)}
পরুণ পূর্ববর্তী কবিতা (দূর্গা পূজো)

দূর্গাপূজো (মহাষ্টমী) - একটি কবিতা। Durga Pujo ( Ashtami) - A Poem



Comments

Popular posts from this blog

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

Childhood Lost - A Short Story

Think Big - A Short Story

নিয়ম - একটি কবিতা। Rule - A Poem

दर्दनाक दर्द - एक शायरी। Extreme Pain - A Shayari

ধান গাছ - একটি কবিতা। Paddy Crop - A Poem