দূর্গাপূজো (বিজয়া দশমী) - একটি কবিতা। Durga Pujo (Vijaya Dashami) - A Poem

 দূর্গাপূজো (বিজয়া দশমী)



দূর্গাপূজো (বিজয়া দশমী) - একটি কবিতা। Durga Pujo (Vijaya Dashami) - A Poem


দশমীর পর বিজয়া দশমী এলো 
'মা'যে আবার ফিরে গেলো,
 যদিও চাইনি 'মা'কে দিতে যেতে
 তবু আটকাতাম আমি কোন্ শক্তিতে!
 এটাই তো লেখা আছে শাস্ত্রতে,
যা রাজত্ব করছে এ সংসারেতে!

সকলেই পেলো অনেক কিছু
 আমিও থাকিনি পিছু,
 পেয়েছি আমার সেই পথ 
যা হারিয়ে, নিয়েছিলাম অন্য পথ!
 মা এই করছি শপথ
 তোমার দেখানো পথই নেবো
 তারপরই 'মা' আমি থামবো!

দিয়ে গেল মা আনন্দের স্মৃতি
 যার বলে, সব দুঃখ এখন বিস্মৃতি
 সেই আনন্দ এতটাই প্রগার
 সব বাধা এবার হবে পার!
নতুন শক্তিতে পড়া শুরু করবো আবার
 লক্ষ্য, মা বলে দিয়েছে যে এবার!

পরুণ পরবর্তী কবিতা (শরিফুলদা)
পরুণ পূর্ববর্তী কবিতা {দূর্গা পূজো (দশমী)}

দূর্গাপূজো (বিজয়া দশমী) - একটি কবিতা। Durga Pujo (Vijaya Dashami) - A Poem



Comments

Popular posts from this blog

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

Think Big - A Short Story

Self Help - A Poem

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

Reality of Family - A Short Story

Childhood Lost - A Short Story