দূর্গাপূজো (বিজয়া দশমী) - একটি কবিতা। Durga Pujo (Vijaya Dashami) - A Poem
দূর্গাপূজো (বিজয়া দশমী)
দশমীর পর বিজয়া দশমী এলো
'মা'যে আবার ফিরে গেলো,
যদিও চাইনি 'মা'কে দিতে যেতে
তবু আটকাতাম আমি কোন্ শক্তিতে!
এটাই তো লেখা আছে শাস্ত্রতে,
যা রাজত্ব করছে এ সংসারেতে!
সকলেই পেলো অনেক কিছু
আমিও থাকিনি পিছু,
পেয়েছি আমার সেই পথ
যা হারিয়ে, নিয়েছিলাম অন্য পথ!
মা এই করছি শপথ
তোমার দেখানো পথই নেবো
তারপরই 'মা' আমি থামবো!
দিয়ে গেল মা আনন্দের স্মৃতি
যার বলে, সব দুঃখ এখন বিস্মৃতি
সেই আনন্দ এতটাই প্রগার
সব বাধা এবার হবে পার!
নতুন শক্তিতে পড়া শুরু করবো আবার
লক্ষ্য, মা বলে দিয়েছে যে এবার!
Comments
Post a Comment