বিশ্বাস - একটি কবিতা। Trust - A Poem
বিশ্বাস
ভালো মানুষ মাত্রই
মনে অগাধ বিশ্বাস,
এই বিশ্বাসেই ভোর করে সে এগোয়
এভাবেই তার জীবন এগিয়ে যায়!
স্বার্থবোধ তার থাকে না,
কাউকেই সে অবিশ্বাস করে না,
সহজ সরল মনে বিশ্বাস নিয়ে সে চলে
এভাবেই সে সকলকে আপন করে!
কিন্তু যখন বিশ্বাস ভাঙ্গে
মনে প্রবল ব্যাথা লাগে,
তখন মানুষ মস্তিষ্কের কথা শুনে,
বাস্তবতাকে সে নতুন ভাবে জানে
পাল্টে যায় তার কাছে জীবনের মানে!
আমিও এই বিশ্বাসে ভোর করে এগোতে চেয়েছিলাম,
সহজ সরলভাবে বাঁচতে চেয়েছিলাম,
আজ বিশ্বাস ভাঙ্গায় খুব ব্যথা পেলাম
তাই জীবনে চলার নতুন পথ বেছে নিলাম!
হৃদয় দিয়ে আর কোন কাজ করবো না
আর কাউকে কখনো বিশ্বাস করবো না!
মস্তিষ্কের কথায় হবে শেষ কথা,
কখনো এর হবেনা অন্যথা!
Comments
Post a Comment