ভগবান - একটি কবিতা। God - A Poem
ভগবান
ভগবান তোমাদের তো অনেক শক্তি,
তোমাদের প্রতি আমার অগাধ ভক্তি!
তবুও কেনো আমার এই অবস্থা?
ভগবান এবার করো কোন ব্যবস্থা!
জীবন যেন আমার বৃথা না যায়,
আমার লক্ষ্য যেন অর্জিত হই!
আমি যে স্থির থাকতে পারছি না
যা হতে চাই, তা হতেও পারছি না!
প্রত্যেকেরই জন্মের তো একটি লক্ষ্য থাকে
আমার যে কি আছে?
ভেবেছিলাম কিছু মহৎ করবো,
সকলের মুখে হাসি ফোটাবো!
মাথা আমার উঠছে ধরে
শরীর আমার দুর্বল হচ্ছে,
ব্যায়াম আমি পারছি না করতে
ভয় আমায় গ্রাস করেছে,
এবার একটি উপায় করো
তোমরা একটি রাস্তা বের করো!
Comments
Post a Comment