শিক্ষক দিবস - একটি কবিতা। Teacher's Day - A Poem
শিক্ষক দিবস
আজ শিক্ষকগণের সম্মানে দিবস
যাদের জন্য ধরেছি কান
করেছি উঠ-বস্,
তবু বদ-বুদ্ধি মানেনি হার
আজ শিক্ষক দিবস!
মনে পড়ে যায় পুরনো স্মৃতি
আমার সেই প্রিয় শিক্ষকটি,
একটি নয় বেশ কয়েকটি!
তাদের সহজ, সরল, মহৎ মনোভাব
বদলে ফেলেছে আমার স্বভাব,
চেয়েছি সর্বদা তাদের মতো হতে
জানিনা পেরেছি, কতটুকু তা করতে!
আজকের দিনটি আমার কাছে খুবই আনন্দের
আমিও যে শিক্ষক,
আমারও জন্য আছে, একটি দিন বছরের!
যদিও বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তা হওয়ার
কিন্তু ভগবানের ইচ্ছে পারবে পাল্টাতে
এমন কোন্ জন আছে পৃথিবীতে!
তবে, দিনটি শ্রদ্ধার উদ্যোগ করে আমার মধ্যে
সেই শিক্ষকগণের প্রতি,
যারা না থাকলে কবেই হয়ে যেত
আমার জীবনের ইতি!
Comments
Post a Comment