শরীর চর্চা - একটি কবিতা। Physical Exercise - A Poem
শরীর চর্চা
এই আমার জীবন
ঠিক করলাম,
চালিয়ে যাব আজীবন
ঝেড়ে ফেলে সব ভয়-সংশয়
এবার এসেছে ভাবার সময়,
থাকতেই হবে হেলদি ও ফিট
তবেই হবে সব সুপারহিট!
জীবন মানেই চলতে থাকো
সুস্থ্য-সবল শরীর গড়ো,
এরই দ্বারা সব কঠিন কাজ
করে নেবো আমি বাজিমাত,
তবে, ভয় রাখবোনা একটুও মনে
কারণ, এই কথাটি সবাই জানে,
কোন মহান কাজই হয় না, ভয়ের ফলে!
আজ মন করলাম শক্ত
রাখবো হিমালয়ের মত আত্মবিশ্বাস,
সবকিছুই আমার হবে প্রাপ্য,
এই আমার দৃঢ় বিশ্বাস!
Comments
Post a Comment