পরীক্ষা গুল - একটি কবিতা। Exam Blunder - A Poem
পরীক্ষা গুল
পরীক্ষা দিতে যাওয়ার সময়
মাথার উপরটা আমার জমে যায়,
কেন্দ্রীয় পৌঁছে চমকে উঠি,
আরে একি!
সাথে তো আমি বই নেইনি!
পরীক্ষা যখন শুরু হল
সময় যেন ছুটে চলল,
বুলেট ট্রেনের মতো তার গতি,
তার সাথে ব্যথা আমার মাথাটি,
ভাবতে তো কিছু আমি পারলাম না
১০ নম্বরের উত্তরটি লেখার সময় পারলাম না!
আসার সময় মাথার ১টা বাজলো
বারোটা তো আগেই বেজেছিল!
চকলেট খেলাম, ডান্ডা তেল লাগালাম, চুলও কাটালাম,
কিন্তু কোথায় আরাম পেলাম!
এতো করেও যখন পেলামনা সুফল
মন বলল, এবার ঘুমাই চল!
শুয়ে উঠেও একই অবস্থা
ভাবি এবার,
কেমন করে হবে ভালো আমার পরীক্ষা!
Comments
Post a Comment