Posts

Showing posts from September, 2023

সাহস - একটি কবিতা। Courage - A Poem

Image
সাহস  মনে সাহস, বুকে বল  হারিস না তুই, চল রে চল,  বুকে ধর অদম্য সাহসের জোয়ার  এরই দ্বারা তুই হবি পার, তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস না হারার আগেই হেরে যাস না! ভয়কে অত ভয় পাস না  একে তুই গুরুত্ব দিস না,  মহান কাজ করতে গেলে  ভয়কে দে তুই ছুড়ে ফেলে! দেখ সেই সফল ব্যক্তিদের ভয় পেলে, হতো কি তাদের!  তারা হতে পেরেছে মহান  কারণ তারা ধরেছিল, ভয়ের কান! তুইও এবার ভেবেনে  কি হতে চাস জীবনে,  সবকিছুই সম্ভব, অসম্ভব কিছুই নয়  শুধু ছুঁড়ে ফেল, মনের সব ভয়!  সাহসী যদি হতে পারিস  তবেই তুই, কিছু করার স্বপ্ন দেখিস! পরুণ পরবর্তী কবিতা (দূর্গা পূজো) পরুণ পূর্ববর্তী কবিতা (শরীর চর্চা) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

सफलता कि चाबी - एक शायरी। Key To Success - A Shayeri

Image
  शर दुख रहा है, दिल ज्वल रहा है, दिमाग काम नहीं करता?  यह तो है कमजोरोंका बाहाना,  अगर तू बनना चाहतेहो कुछ जिंदगी में  तुम्हें लगन और मेहनत कोही है धर्म बनाना। परिये अगले शायरी   परिये पिछले शायरी  My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

শরীর চর্চা - একটি কবিতা। Physical Exercise - A Poem

Image
 শরীর চর্চা এই আমার জীবন  ঠিক করলাম,  চালিয়ে যাব আজীবন  ঝেড়ে ফেলে সব ভয়-সংশয়  এবার এসেছে ভাবার সময়,  থাকতেই হবে হেলদি ও ফিট  তবেই হবে সব সুপারহিট! জীবন মানেই চলতে থাকো  সুস্থ্য-সবল শরীর গড়ো, এরই দ্বারা সব কঠিন কাজ  করে নেবো আমি বাজিমাত,  তবে, ভয় রাখবোনা একটুও মনে  কারণ, এই কথাটি সবাই জানে, কোন মহান কাজই হয় না, ভয়ের ফলে! আজ মন করলাম শক্ত  রাখবো হিমালয়ের মত আত্মবিশ্বাস,  সবকিছুই আমার হবে প্রাপ্য,  এই আমার দৃঢ় বিশ্বাস! পরুণ পরবর্তী কবিতা (সাহস) পরুণ পূর্ববর্তী কবিতা (বিশ্বাস) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

বিশ্বাস - একটি কবিতা। Trust - A Poem

Image
 বিশ্বাস ভালো মানুষ মাত্রই  মনে অগাধ বিশ্বাস, এই বিশ্বাসেই ভোর করে সে এগোয়  এভাবেই তার জীবন এগিয়ে যায়!  স্বার্থবোধ তার থাকে না,  কাউকেই সে অবিশ্বাস করে না,  সহজ সরল মনে বিশ্বাস নিয়ে সে চলে  এভাবেই সে সকলকে আপন করে! কিন্তু যখন বিশ্বাস ভাঙ্গে  মনে প্রবল ব্যাথা লাগে,  তখন মানুষ মস্তিষ্কের কথা শুনে,  বাস্তবতাকে সে নতুন ভাবে জানে  পাল্টে যায় তার কাছে জীবনের মানে! আমিও এই বিশ্বাসে ভোর করে এগোতে চেয়েছিলাম,  সহজ সরলভাবে বাঁচতে চেয়েছিলাম,  আজ বিশ্বাস ভাঙ্গায় খুব ব্যথা পেলাম  তাই জীবনে চলার নতুন পথ বেছে নিলাম! হৃদয় দিয়ে আর কোন কাজ করবো না  আর কাউকে কখনো বিশ্বাস করবো না!  মস্তিষ্কের কথায় হবে শেষ কথা,  কখনো এর হবেনা অন্যথা! পরুণ পরবর্তী কবিতা (শরীর চর্চা) পরুণ পূর্ববর্তী কবিতা (ভগবান)

सहनशीलता - एक शायरी। Endurance - A Shayeri

Image
  सहन नहीं होता?  पर सहानाहै तुझे,  आगे चलकर कुछ बनना है तुझे  वह मौकाम तुझे जरुर मिलेगा  पर आज तुझे सहना पड़ेगा! परिये अगले शायरी   परिये पिछले शायरी 

ভগবান - একটি কবিতা। God - A Poem

Image
 ভগবান ভগবান তোমাদের তো অনেক শক্তি,  তোমাদের প্রতি আমার অগাধ ভক্তি!  তবুও কেনো আমার এই অবস্থা?  ভগবান এবার করো কোন ব্যবস্থা!  জীবন যেন আমার বৃথা না যায়,  আমার লক্ষ্য যেন অর্জিত হই! আমি যে স্থির থাকতে পারছি না  যা হতে চাই, তা হতেও পারছি না!  প্রত্যেকেরই জন্মের তো একটি লক্ষ্য থাকে  আমার যে কি আছে?  ভেবেছিলাম কিছু মহৎ করবো,  সকলের মুখে হাসি ফোটাবো! মাথা আমার উঠছে ধরে  শরীর আমার দুর্বল হচ্ছে,  ব্যায়াম আমি পারছি না করতে  ভয় আমায় গ্রাস করেছে,  এবার একটি উপায় করো  তোমরা একটি রাস্তা বের করো! পরুণ পরবর্তী কবিতা(বিশ্বাস) পরুণ পূর্ববর্তী কবিতা (আমাকে বলছি) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

আমাকে বলছি - একটি কবিতা। To Myself - A Poem

Image
 আমাকে বলছি তুই থামিস না  তুই পড়ে যা,  তুই হারিস না  তুই লড়াই করে যা! গতিই তোর জীবন  শক্ত কর তোর মন,  পথ হোক যতই কঠিন,  ছবি তুই একদিন! লড়াইয়ের মধ্যেই আছে, অনাবিল আনন্দ  এতেই তো আছে প্রকৃত জীবনের ছন্দ,  এরই কথা বলেছেন নেতাজি থেকে বিবেকানন্দ, তাই সময় যতই হোক মন্দ  চালিয়ে যা তোর দ্বন্দ্ব,  তুই অবশ্যই পাবি সেই আনন্দ  যা বদলে দেবে তোর জীবনের ছন্দ! যদি চাস সেখানে পৌঁছাতে  কষ্ট তোকে করতেই হবে যে,  এটাই তো পৌঁছানোর একমাত্র পথ,  তাই তুই আজ কর শপথ  না পৌঁছে তুই থামবি না, কখনই তুই হারবি না! পরুণ পরবর্তী কবিতা (ভগবান) পরুণ পূর্ববর্তী কবিতা (শিক্ষক দিবস) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

इरादा और समय - एक शायरी। Intention And Time - A Shayeri

Image
  दिलतो चाहताहै बहुत कुछ करूं  इस संसारको खुशियोंसे भरदु, दिलतो चाहताहै बहुत कुछ करूं  इस संसारको खुशियोंसे भरदु  पर सोचके खुदका स्थिति  कदम बढ़ाते बढ़ाते रुक जाता हूं। परिये अगले शायरी परिये पिछले शायरी

শিক্ষক দিবস - একটি কবিতা। Teacher's Day - A Poem

Image
 শিক্ষক দিবস আজ শিক্ষকগণের সম্মানে দিবস  যাদের জন্য ধরেছি কান  করেছি উঠ-বস্,  তবু বদ-বুদ্ধি মানেনি হার  আজ শিক্ষক দিবস! মনে পড়ে যায় পুরনো স্মৃতি  আমার সেই প্রিয় শিক্ষকটি,  একটি নয় বেশ কয়েকটি!  তাদের সহজ, সরল, মহৎ মনোভাব  বদলে ফেলেছে আমার স্বভাব, চেয়েছি সর্বদা তাদের মতো হতে  জানিনা পেরেছি, কতটুকু তা করতে! আজকের দিনটি আমার কাছে খুবই আনন্দের  আমিও যে শিক্ষক,  আমারও জন্য আছে, একটি দিন বছরের!  যদিও বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তা হওয়ার  কিন্তু ভগবানের ইচ্ছে পারবে পাল্টাতে এমন কোন্ জন আছে পৃথিবীতে!  তবে, দিনটি শ্রদ্ধার উদ্যোগ করে আমার মধ্যে  সেই শিক্ষকগণের প্রতি,  যারা না থাকলে কবেই হয়ে যেত  আমার জীবনের ইতি! পরুণ পরবর্তী কবিতা ( আমাকে বলছি) পরুণ পূর্ববর্তী কবিতা (পরীক্ষা গুল)

A Souvenir On Teacher's Day - A Poem

Image
 A Souvenir On Teacher's Day An auspicious day is this  When we forget the difference  Between her and his!  And overcome the barrier,  That separate us, To prove that United we are! Thank you, sir Sarvepalli Radhakrishnan, Without you, perhaps This novel idea would not have occurred,  In the mind of any human!  You created a history  Which remains in our memory,  We are trying our very best,  To uphold the ideal  Which so long ago you sought! We celebrate the day with great honour  Without any break, every year! With the prayer, music, dance and poetry  To tell in short, the long entry!  The core Idea, always remains the same  That is 'to show respect  To our honorable Sir and Ma'am'. Read Next Poem (Happy Bride) Read Previous Poem (Charge)

পরীক্ষা গুল - একটি কবিতা। Exam Blunder - A Poem

Image
 পরীক্ষা গুল পরীক্ষা দিতে যাওয়ার সময়  মাথার উপরটা আমার জমে যায়,  কেন্দ্রীয় পৌঁছে চমকে উঠি,  আরে একি!  সাথে তো আমি বই নেইনি!  পরীক্ষা যখন শুরু হল  সময় যেন ছুটে চলল,  বুলেট ট্রেনের মতো তার গতি,  তার সাথে ব্যথা আমার মাথাটি,  ভাবতে তো কিছু আমি পারলাম না  ১০ নম্বরের উত্তরটি লেখার সময় পারলাম না!  আসার সময় মাথার ১টা বাজলো  বারোটা তো আগেই বেজেছিল!  চকলেট খেলাম, ডান্ডা তেল লাগালাম, চুলও কাটালাম,  কিন্তু কোথায় আরাম পেলাম! এতো করেও যখন পেলামনা সুফল  মন বলল, এবার ঘুমাই চল! শুয়ে উঠেও একই অবস্থা  ভাবি এবার,  কেমন করে হবে ভালো আমার পরীক্ষা! পরুণ পরবর্তী কবিতা (শিক্ষক দিবস) পরুণ পূর্ববর্তী কবিতা (বিবাহ)