ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem
ওয়াল ম্যাগাজিন এক দুই তিন প্রকাশিত হবে , আমাদের কলেজে ওয়াল ম্যাগাজিন! দুই তিন চার, এবার সকলেরই কিছু লেখা দরকার! তিন চার পাঁচ খুঁজে দেখ, মগজের আনাজ কানাচ! চার পাঁচ ছয় নয় তো দেখ, ডায়েরিতে যদি কিছু রয়! পাঁচ ছয় সাত না থাকুক, লেখায় তোর হাত! ছয় সাত আট, তাতে কি? লেখা প্রকাশিত হোক বা দেওয়ালে সাটাক! সাত আট নয়, চেষ্টা কর, তোর দ্বারা হবেই! আট নয় দশ, অনেক হল, এবার চুপটি করে বস! পরুণ পরবর্তী কবিতা (বেতন) পরুণ পূর্ববর্তী কবিতা (আমি কি করবো) My Utube Channel My Facebook Page Twitter Explurger LinkedIn Pinterest Instagram
Comments
Post a Comment