ঘুম - একটি কবিতা। Slumber - A Poem
ঘুম
ঘুম এমন একটি জিনিস
যার আছে অনেক রং- তা জানিস!
কখনো আসে সব সময়
পায়না খুজে আমি পড়ার সময়,
আবার কখনো দেখা নেয়
বিছানাতে আমি রাত, জেগে কাটায়!
এই যে কষ্টের ব্যাপার
না ভুগলে, যো নেই বোঝার!
আসে সে নিজের ইচ্ছেতে,
নিয়ন্ত্রণ করবে তাকে
এমন জোর আছে কার শক্তিতে!
সেজে শক্তিশালী এক বিরল পাখি
তাকে জিজ্ঞেস করো
যে কাটায় জেগে জেগে রাতি!
তার আশাতেই আমি জেগে আছি
জানিনা, কখন আসবে সে পাখি!
আজ সে একটু দেরি করছে,
অনেক দূরে সে সেকি উরে গেছে?
আনন্দে সেকি হয়েছে বিভোর?
আস্তে কি তার হয়ে যাবে ভোর?
তাড়াতাড়ি এসো ভাই
জেগে যদি রাত কাটায়,
আগামীকাল যে অনেক কাজ
করব কিভাবে?
যদি না ঘুমায় আজ?
Comments
Post a Comment