মাতৃভাষা - একটি কবিতা। Mother Tongue - A Poem
মাতৃভাষা
(কোন ভাষাকে ছোট করার উদ্দেশ্যে নয়)
অনেক ঘুরে ফিরে এবার
সময় এসেছে বুঝে যাবার,
মাতৃভাষায় শ্রেষ্ঠ ভাষা
এখানে সবকিছুই মাজা-ঘষা!
ইংরেজি ভাষায় পেছনে ছুটে
নষ্ট করেছি সময় অনেক খেটে!
এবার সঠিক সময় এসেছে
মাতৃভাষার গুরুত্ব মাথায় ঢুকেছে!
হয়েছিলাম আমি মাইকেল মধুসূদন
মনে হয়েছিল,
ইংরেজি ভাষায় শ্রেষ্ঠ ধন!
তার পিছু নিয়ে বিলিতি হয়েছিলাম
কিন্তু, এবার আমি বুঝতে পেলাম,
হোক্ না সে ভাষা আন্তর্জাতিক,
ছড়িয়ে থাকুক না তা বিশ্বের চারিদিক,
মাতৃভাষা যে অমূল্য রতন
এই ভাষাতেই পাওয়া যায় শ্রেষ্ঠ ধন!
জন্মের পর প্রথম যে ভাষা শিখেছিলাম
সেই ভাষাকেই আমি অবজ্ঞা করেছিলাম,
ভেবেই আমি করি অনুতাপ
করে ফেলেছি,
কি সাংঘাতিক মহাপাপ!
এবার এসেছে সময় প্রায়শ্চিত্ত করার
মাতৃভাষাকেই আবার জীবনের শক্তি করার!
Comments
Post a Comment