মাতৃভাষা - একটি কবিতা। Mother Tongue - A Poem

মাতৃভাষা


(কোন ভাষাকে ছোট করার উদ্দেশ্যে নয়)
অনেক ঘুরে ফিরে এবার
 সময় এসেছে বুঝে যাবার,
 মাতৃভাষায় শ্রেষ্ঠ ভাষা 
এখানে সবকিছুই মাজা-ঘষা!
 ইংরেজি ভাষায় পেছনে ছুটে
 নষ্ট করেছি সময় অনেক খেটে!
 এবার সঠিক সময় এসেছে
 মাতৃভাষার গুরুত্ব মাথায় ঢুকেছে!

মাতৃভাষা - একটি কবিতা। Mother Tongue - A Poem


হয়েছিলাম আমি মাইকেল মধুসূদন 
মনে হয়েছিল,
 ইংরেজি ভাষায় শ্রেষ্ঠ ধন!
তার পিছু নিয়ে বিলিতি হয়েছিলাম
 কিন্তু, এবার আমি বুঝতে পেলাম,
 হোক্ না সে ভাষা আন্তর্জাতিক,
 ছড়িয়ে থাকুক না তা বিশ্বের চারিদিক,
 মাতৃভাষা যে অমূল্য রতন
 এই ভাষাতেই পাওয়া যায় শ্রেষ্ঠ ধন!

জন্মের পর প্রথম যে ভাষা শিখেছিলাম 
সেই ভাষাকেই আমি অবজ্ঞা করেছিলাম,
ভেবেই আমি করি অনুতাপ
 করে ফেলেছি,
 কি সাংঘাতিক মহাপাপ!
 এবার এসেছে সময় প্রায়শ্চিত্ত করার
 মাতৃভাষাকেই আবার জীবনের শক্তি করার!


পরুণ পরবর্তী কবিতা (ঘুম)

পরুণ পূর্ববর্তী কবিতা (কলেজে পরীক্ষা)



Comments

Popular posts from this blog

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

Think Big - A Short Story

Self Help - A Poem

ধান গাছ - একটি কবিতা। Paddy Crop - A Poem

Money - A Poem

Reality of Family - A Short Story