বিবাহ - একটি কবিতা। Marriage - A Poem
বিবাহ
নামটি তিন অক্ষরের
কিন্তু দেখিয়ে দেয় ত্রিকুল,
এর প্যাঁচে পরলেই
মন করে আকুল-ব্যাকুল!
লাগেনা ভালো কোন কিছুতেই
হয়না পড়াশোনা,
করো চেষ্টা তুমি যতই
মাথাই তো কিছুই ঢুকবেনা!
করেছে সে কুপোকাত
কত শত মহাবীরকে,
এর থাবা থেকে বাঁচতে পেরেছে
এমন খুব কম মানুষ পৃথিবীতে আছে!
এর থাবাতে মনের মধ্যে
শুরু হয় কত আন্দোলন,
তার ফলে পাল্টে যায়
মানুষের স্বাভাবিক ছল-চলন!
এবার সে করেছে কাত
বসিয়েছে যে থাবা আমার উপরে,
দেখা যাক সে এবার
আমার কি অবস্থা করে ছাড়ে!
ছিলাম আমি শান্ত-শিষ্ট
পড়াশোনায় ছিলাম একনিষ্ঠ,
এবার আমার মাথা ঘুরেছে
পড়াশোনা আমার লাটে উঠেছে!
Comments
Post a Comment