কলেজে পরীক্ষা - একটি কবিতা। Exam in College - A Poem
কলেজে পরীক্ষা
শুরু হবে কলেজে টেস্ট
তাই হারিয়ে গেছে ট্রেনিদের রেস্ট
মজা করে কাটছিল দিনগুলো,
কোথায় সে দিন হারিয়ে গেল!
ছিলাম আমরা আনন্দে মাতোয়ারা
পরীক্ষার সূচি পেয়ে,
এখন আমরা দিশেহারা!
এখন আমরা বই নিয়ে ব্যস্ত
বন্ধ হয়েছে,
হোয়াটসঅ্যাপ, ফেসবুক- সমস্ত,
দিনরাত পড়া পড়া
পড়া ছাড়া কিছু যাবে না করা!
এমন যদি আগে হতাম
এখন কি আর,
দু চোখে সর্ষের ফুল দেখতাম!
আচ্ছা, টেস্ট যদি নাইবা হতো
ফাইনালে তবে কি হতো,
তোমরা কি একবার ভেবে দেখেছো!
ফাইনাল এর আগে সময় পেলে
বইগুলো সব, খেয়ে ফেলো গিলে,
পরীক্ষার খাতায় সব দিও ঢেলে
তবে দেখবে,
সকলেই ভালো নম্বর পাবে!
Comments
Post a Comment