প্রাকটিক্যাল পরীক্ষা - একটি কবিতা। Practical Examination - A Poem
প্রাকটিক্যাল পরীক্ষা
কলেজের প্র্যাকটিকাল এক্সাম
সবার যেন ঝরছে কালঘাম,
সিলেবাস, কলম, পেন্সিল, খাতা
এগুলোইতো এখন সবার ত্রাতা!
তার উপর আশঙ্কা ধরবে কি?
মনে হচ্ছে, পরীক্ষা শেষ হলেই বাঁচি!
টেস্ট থেকে শুরু হয়েছে হেভি প্রেসার
কলেজ যেন আমাদের, প্রেসার কুকার!
আমরা কি তবে চাল, ডাল, মশলাপাতি?
তারা কি তবে রাধছে খিচুড়ি?
কলেজ জীবন কি তবে প্রেসার-এ যাবে
বলতে পারো, এবার আমাদের কি হবে!
তবে আমরাও কম কিসে আছি
যতই প্রেসার বাড়াক,
চলবে আমাদের ইয়ার্কি, ফাজলামি,মজা, হাঁসি!
এতদিনতো কাটিয়ে দিলাম এভাবেই
বাকি সময়ও আমাদের সবার ভালোভাবে কাটবেই!
Comments
Post a Comment