প্রাকটিক্যাল পরীক্ষা - একটি কবিতা। Practical Examination - A Poem

 প্রাকটিক্যাল পরীক্ষা


কলেজের প্র্যাকটিকাল এক্সাম
 সবার যেন ঝরছে কালঘাম,
সিলেবাস, কলম, পেন্সিল, খাতা
 এগুলোইতো এখন সবার ত্রাতা!
 তার উপর আশঙ্কা ধরবে কি? 
মনে হচ্ছে, পরীক্ষা শেষ হলেই বাঁচি!

প্রাকটিক্যাল পরীক্ষা - একটি কবিতা। Practical Examination - A Poem


টেস্ট থেকে শুরু হয়েছে হেভি প্রেসার
 কলেজ যেন আমাদের, প্রেসার কুকার!
আমরা কি তবে চাল, ডাল, মশলাপাতি?
 তারা কি তবে রাধছে খিচুড়ি?
 কলেজ জীবন কি তবে প্রেসার-এ যাবে
 বলতে পারো, এবার আমাদের কি হবে!

তবে আমরাও কম কিসে আছি
 যতই প্রেসার বাড়াক,
 চলবে আমাদের ইয়ার্কি, ফাজলামি,‌মজা, হাঁসি!
 এতদিনতো কাটিয়ে দিলাম এভাবেই 
বাকি সময়ও আমাদের সবার ভালোভাবে কাটবেই!

পরুণ পরবর্তী কবিতা (বিবাহ)

পরুণ পূর্ববর্তী কবিতা (ঘুম)



Comments

Popular posts from this blog

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

Childhood Lost - A Short Story

Think Big - A Short Story

নিয়ম - একটি কবিতা। Rule - A Poem

दर्दनाक दर्द - एक शायरी। Extreme Pain - A Shayari

ধান গাছ - একটি কবিতা। Paddy Crop - A Poem