ডেঙ্গু - একটি কবিতা। Dengue - A Poem
ডেঙ্গু
মানুষ আজ ভীতিগ্রস্ত
কে করেছে তাদের এত ত্রস্ত,
কেনো তারা এত আশঙ্কাগ্রস্ত!
মানব সমাজ আজ যেন বিপর্যস্ত!
চারিদিকে একটি শব্দ
'ডেঙ্গু'- সকলকে করেছে জব্দ
অসুস্থ মানুষ দেখলেই পরে
সকলেই ডেঙ্গুর কথা বলে!
এমনই এই দানব, প্রবল
বলতে পারেন,
কেমন করে করি একে অস্তাচল!
নিয়েছে সেজে অনেক প্রাণ,
এছাড়াও
অনেককে করেছে সে হয়রান!
চিন্তায় ফেলেছে সে আমাদের সকলকে
কেমন করে আটকানো যায়
'ডেঙ্গু' নামের এই অসুরকে!
নেয়কি কোন প্রতিশেধক টিকা
যাকে আমরা বলতে পারবো- মা দূর্গা, মা দূর্গা!
নেয়কি কোনো দেবতাসুলভ বিজ্ঞানী সমাজ
যারা এই দানব থেকে রক্ষা করবে, আমাদের আজ!
Comments
Post a Comment