প্র্যাকটিক্যাল পরীক্ষা - একটি কবিতা। Practical Examination - A Poem
প্র্যাকটিক্যাল পরীক্ষা
প্র্যাকটিক্যাল-এর পরীক্ষা
এরই মাঝে স্যারেরা আবদার,
লিখতে হবে একটি কবিতা!
তবে, সাহায্য করেছেন ম্যাডাম
উনি বলেছেন, আমি নাকি লিখি ভালো ভালো কবিতা!
স্যারকে লাগছে দেখতে ভালো
উনার কথায় আমার মনে
জ্বলছে আশার আলো!
উনার কথা মধুর মতন
দেখতেও উনি স্মার্ট জেন্টলম্যান,
মন থেকে বলছি স্যার, আপনি একজন গ্রেট ম্যান!
এবার দেখার একটি বিষয়
প্র্যাকটিক্যালে আমার নম্বর
কেমন হয়!
স্যার কি বুঝতে পারবেন আমার পরিশ্রম!
না, তিনি মূল্যায়ন করবেন অন্য রকম!
স্যার, চাই না আমার বেশি নম্বর
আপনার কাছে একটি আবদার
শুধু আমাকে দেবেন পাশ নম্বর!
Comments
Post a Comment