বাস্তবিকতা - কবিতা। Reality - Poem
বাস্তবিকতা
বাস্তবিকতা, ছাড়লে কেনো আমায় তুমি?
এখন কি করি আমি!
তোমায় ছাড়া জীবন হয়েছে দুঃখময়
কেমন করে তোমায় বোঝাই
সাথে যখন ছিলে তুমি,
জীবনে সুখী ছিলাম আমি!
এখন আমি মরছি জ্বালায়
বুঝতে পারছি না,
কেমন করে বোঝাই তোমায়!
কল্পনার জগৎ বরোই নিষ্ঠুর
এখানে নেই কোন শান্তির দোস্তুর,
সবকিছুই কাল্পনিক এখানে
যতই এগিয়ে যাও, তারা সরবে পেছনে
তাদের নেই কোন দয়ামায়া;
নেই কোন সহানুভূতি;
কষ্ট দিয়ে তারা থাকে খুশি!
এমন জগতে কেই বা থাকতে চায়!
বাস্তবিকতা বলে দাও,
কেমনে আমি এর থেকে রক্ষে পায়!
বুকে ছিল অদম্য জেদ
কিন্তু হৃদয় তাতে করেছে ছেদ,
উফ্! কেনো এই ভেদাভেদ
এতই বা বিচ্ছেদ,
সরিয়ে দাও কল্পনার জগৎ,
যেমন এসেছিল তা হঠাৎ
বাস্তবতাতেই আমি থাকতে চাই,
এবার আপন করো, তুমি আমায়!
Comments
Post a Comment