মহরম - একটি কবিতা। Muharram - A Poem
মহরম
মহরম, মহরম
বাজছে বাঁশি, বাজছে ঢোল
হরদম, হরদম,
চলছে খুশির মহরম!
হচ্ছে কত দলের দেখা
এবার একটি কবিতা
তাদেরই জন্য লেখা।
তারাও তো আমাদেরই ভাই
তবে কেমনে তাদের ভুলে যাই?
এমন মানুষতো আমরা নই!
প্রাণে অফুরন্ত উদ্যানের জোয়ার
হচ্ছে তারা গ্রাম থেকে গ্রামান্তর পার,
দিচ্ছে সকলকে আনন্দের পরশ
নিচ্ছেনা বিশ্রাম, একটিও দিবস।
এইতো সময় ঐক্যবদ্ধ হওয়ার
সকলের কাছে পৌঁছে যাওয়ার,
একটিই বার্তা দিচ্ছে সকলকে
আমরাও আছি, তোমাদের সাথে!
এমন মনোভাবই থাকুক সকলের মনে
চেষ্টা করতেই হবে আমাদের মনে প্রাণে,
নয়তো কিছু স্বার্থান্বেষী মানুষ
বানিয়ে দেবে আমাদের অমানুষ!
চলো এবার সকলে করি শপথ
কোনো অবস্থাতেই,
আমরা নেবোনা অন্যায়ের পথ!
Comments
Post a Comment