আত্মকথা - কবিতা । Inner Voice - Poem
আত্মকথা
নই আমি কবি
তবু কবিতা লিখে যাই,
এভাবেই যে আমি
মনে মনে আনন্দ পাই!
ছিলাম আমি বাস্তবিক
হৃদয় ছিল না আশা,
যুক্তি ছিল আমার নীতি
তাতেই ছিল আশা!
কিন্তু এখন দুটি আশা মিলে গেছে
মন যে আমার হতবম্ব হয়েছে,
লক্ষ দূরে সরে গেছে
এ আমার কি হয়েছে?
কিন্তু ঈশ্বর বলে যদি কিছু থাকে,
বলছি আমি শোনো
লক্ষ্যে পৌঁছতে আমি
পারবোনা কেন!
Comments
Post a Comment