নবীনবরণ - কবিতা। Freshers' Welcome
নবীনবরণ
কলেজে হবে নবীণ বরণ
করবো মজা নতুন-পুরাতন,
সকলে মিলে ধরবো গান
ভেবেই আনন্দিত আমার মনোপ্রান!
কলেজে হবে নবীন বরণ!
মন আমার হয়ে উঠেছে কবি
এঁকেছে সে যে কত ছবি!
কল্পনার রঙে রাঙিয়ে সেগুলো
যায় না কোথা থেকে পেল, সে রং এতগুলো!
বাঁধন ছাড়া হয়েছে সে যে
কারণ, নবীনবরণ কবে কলেজে!
তবুও মনের মধ্যে আছে অনেক কনফিউশন,
কেমন হবে নবীনবরণ?
থাকবে কি অর্কেস্ট্রা?
হবে কি ডিস্কো-ডান্স?
কারণ, সকলে মিলে নাচ করার
এটাই তো একটা দারুন চান্স!
শিক্ষা জীবনেও কলেজে নবীনবরণ হয়েছিল
কিন্তু, তখন আমায় কেইবা বলেছিল?
তাইতো এযে জীবনের প্রথম বরণ
জানিনা, কি রকম হবে নবীনবরণ!
তবে মজাতো হবে, এটার আছে গ্যারান্টি
কারণ ভর্তির সময় সেক্রেটারি স্যার দিয়েছিলেন প্রতিশ্রুতি
শুনেছি খুবই ভালো ওনার Taste,
সেক্রেটারি মহাশয়, এবার আপনার আমরা নেবো Test!
অনেক হলো, এবার শেষ করি
চলো সকলে মিলে নবীনবরণ উপভোগ করি!
Comments
Post a Comment