মনোবল -কবিতা । Determination - Poem
মনোবল
হচ্ছে আঘাত, দিচ্ছে বাধা,
কিন্তু তুমি থেমে যেওনা,
মনে রেখো, একদিন
আসবে অবশ্যই সুদিন,
যখন তুমি হবে সফল
ওদের সব চেষ্টাই হবে বিফল,
এই আশাতেই বুক বাধো
কবিতা তুমি অবশ্যই লেখো।
ছিলেন যত মহান মনিষী
তারা কি কোনদিন বাধা পাননি?
কিন্তু তারা, থেমে যাননি!
পেয়েছেন যত আঘাত, হয়েছেন তত কঠিন
সেই মনোবলেই তাদের এসেছিল সুদিন!
মনেরেখো তাদের সেই সংগ্রামের কাহিনী
চালিয়ে যাও তোমার লেখনি!
সময় কখনো থেমে থাকেনা
একদিন তারা তোমায় আটকাতে পারবেনা,
মনে রেখো, ঈশ্বর আছেন!
তিনি যে সবকিছু লেখে রেখেছেন,
তোমার জন্যও আসবে সুখবর
শুধু হারিয়ে ফেলোনা তোমার মনোবল!
Comments
Post a Comment