নীলের ঘুম কবিতা। Slumber of Neel - Poem
নীলের ঘুম
ঘুম এসো তুমি!
কেনো করো এত দেরি?
তোমার জন্য নীল জাগে,
তার জন্য আমার কষ্ট লাগে।
কেনো তুমি তাকে ভুলে যাও?
এবার তার পানে চাও।
নেমে এসো তার চোখে
সে যেন আর কখনো
নিদ্রাহীনতায় না ভুগে।
জেগেছে সে যে অনেক রাত,
পেয়েছে সে অনেক আঘাত,
তাকে আর কত কষ্ট দেবে?
কেনো তার থেকে মুখ ফেরাবে?
এসো ঘুম, এসো!
নীলকে এবার ভালোবাসো
এখন থেকে সে যেন প্রতি রাতে,
ঘুমোতে পারে বিছানায় নিশ্চিন্তে!
Comments
Post a Comment